![]() |
প্রযুক্তির পোকা |
অডেস্ক সম্পর্কিত প্রায় সব গ্রুপেই ফ্রিলাঞ্চারদের হতাশা সত্যিই চিন্তার বিষয়।
এখন অডেস্ক সাপোর্ট আর ইন্টারনেট থেকে আমি যা জানতে পারলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম।
তো প্রথমেই আসেন জানা যাক কেন এই অ্যালগরিদমঃ
১. অডেস্ক এ আপ্নারা দেখবেন এক একটা জবে প্রচুর পরিমানে বিড হচ্ছে যা ক্লায়েন্ট পড়তে পারছে না এবং ভাল কন্ট্রাক্টর খুজে পাচ্ছে না তাই অডেস্ক চাচ্ছে ক্লায়েন্ট শুধু তাদের বিড গুলাই দেখতে পারবে যাদের স্কিল ক্লায়েন্ট এর উল্লেখিত স্কিল এর সঙ্গে মিলে।
২. এতে করে ক্লায়েন্ট রা সঠিক কন্ট্রাক্টর খুজে পাবে আবার অন্যদিকে ফ্রিলাঞ্চার রাও তাদের যোগ্যতা সম্পন্ন কাজ পাবে।
৩. নতুন ফ্রিলাঞ্চার আর পুরাতুন ফ্রিলাঞ্চার দের কাজ পাবার হার যেন ঠিক থাকে।
৪. অডেস্ক থেকে খারাপ ফ্রিলাঞ্চার দের দূর করা যারা মার্কেটপ্লেস কে নষ্ট করছে।
৫. ক্লায়েন্ট রা যেন কোনোভাবে প্রতারিত না হয় সেই বাবস্থা করা।
আরও আছে হয়ত।
কিন্তু অডেস্ক এর পরিবর্তন হিতে বিপরীত হয়ে গেছে তাদের অ্যালগরিদম এ হয়ত বাগ আছে যার কারনে অনেক দক্ষ ফ্রিলাঞ্চার রা এর শিকার হইছে।
এখন আমার কথা হল আশলেই কি এইটা খারাপ করছে অডেস্ক? আমার মতে মোটেও কিন্তু তা না। অডেস্ক চাচ্ছে মার্কেটপ্লেস এ শুধু দক্ষ বাক্তিদের রাখতে আর বাকিদের ছাটাই করতে। অডেস্ক ইঞ্জিনিয়ার রা কি এতই অদক্ষ? নাকি তাদের অভিজ্ঞ লোকের অভাব পরছে? হাহা :D আপনার প্রোফাইল যদি তাদের এই নতুন সিস্টেমে ঠিক থাকে শুধু তাহলেই আপনি কাজ করতে পারবেন বা কাজ পাবেন।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অডেস্ক তাদের এই নতুন সিস্টেম কিভাবে কাজ করছে তা গোপন রাখছে। আর এটা শুধু ক্লায়েন্ট দের জন্য করা। তাই আপনি তাদের সাপোর্ট এ যোগাযোগ করলেও তারা কোন সমাধান দিবে না।
এখন আমাদের কে যা করতে হবে তা হল এমনভাবে প্রোফাইল তা সাজাতে হবে যেন তাদের এই সিস্টেম এর গারাকলে না পরি কারন অডেস্ক এইটা নিয়ে কি করবে তা অজানা। তাই আমাদের কেই এখন সমাধান খুজে বের করতে হবে।
যেভাবে কাজ করে এই সিস্তেমঃ
এইটা অনেক টা গুগল ক্রাওলার এর মত যা আপনি বিড করার সাথে সাথে আপনার প্রোফাইল আর কভার লেটার সার্চ করবে এবং প্রথমেই দেখবে ক্লায়েন্ট এর জব পোস্ট এ উল্লেখ করা স্কিল গুলা আপনার আছে কিনা মানে প্রোফাইল এ আছে কিনা, এরপর জব টাইটেল এবং বিবরনের সাথে আপনার টাইটেল আর ওভারভিউ এর কতটুকু মিল আছে, আপনি প্রোফাইল এ যোগক্রিত স্কিল গুলার টেস্ট দিছেন কিনা ইত্যাদি। আর হ্যাঁ অনেকেই জব ক্যাটেগরি তে ২-৩ তা ক্যাটেগরি যোগ করে রাখে যেমন ওয়েব ডিজাইন থেকে সব গুলা আর সাথে আবার মার্কেটিং থেকে এস.ই.ও ও যোগ করে রাখে।
আমি আপনাদের কিছু টিপস দিব তা যে ১০০% কাজ না করলেও ৫০% এর বেশি করবে। তবে আমার মনে হয় আমার টিপস গুলা অনুসরণ করলে সমাধান পাইতে পারেন। ;)
যা করবেনঃ
১. প্রোফাইল টাইটেলঃ প্রোফাইল টাইটেল পরিবর্তন করুন আর এমন করুন যাতে টাইটেল এর মধ্যে স্কিল উল্লেখ থাকে।
উদাঃ ওয়েব ডিজাইনার হলে এমন হতে পারে - Professional PSD to Wordpress theme, HTML, PHP, CSS3 expert and responsive web designer etc etc. (আবার এইটাই যেন কপি/পেস্ট কইরেন না। :P :P :P )
২. স্কিলঃ এমন স্কিল অ্যাড করুন যেগুলা ক্লায়েন্ট জব পোস্ট করার সময় উল্লেখ করে। দেখবেন জব পোস্ট এর নিচে শো করে ক্লায়েন্ট কি কি স্কিল চায়। বিভিন্ন জব পোস্ট দেখে ধারনা নিতে পারেন কেমন স্কিল অ্যাড করা উচিৎ।
৩. ওভারভিউঃ ওভারভিউ জাম্নে লিখেন ওইটাই থাক সঙ্গে কিছু কী-ওয়ার্ড অ্যাড করেন। কী-ওয়ার্ড কেমন হতে পারে? সচরাচর জব টাইটেল এ যে যে phrase গুলা পান সেগুলাই অ্যাড করেন।
উদাঃ psd to wp expert needed, responsive website designer, wordpress developer, responsive site design needed, Urgent - WordPress Wizard Required, Senior Designer ইত্যাদি গুলা যদি জব টাইটেল হয় তাহলে কী-ওয়ার্ড এই গুলার মাঝ থেকে নির্বাচন করুন যেমন, psd to wp expert, responsive designer, wordpress developer, WordPress Wizard, Senior Designer ইত্যাদি ইত্যাদি।
আপ্নারা একটু মেধা খাটিয়ে ভালভাবে ওভারভিউ লিখুন।
৪. স্কিল টেস্ট ঃ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি যে স্কিল গুলা প্রোফাইল এ অ্যাড করছেন সেগুলার টেস্ট অবশ্যই অবশ্যই দিতে হবে। বেশির ভাগ বিড হাইড হওয়ার কারন এইটা। তাই স্কিল অনুযায়ী টেস্ট দিন আর যত পারেন আরও টেস্ট দিন। এইটা আপনাকে প্রমানিত করবে যে আপনি কতখানি দক্ষ।
টেস্ট গুলা অবশ্যই নিজে নিজে দিবেন। কাওকে যদি টেস্ট দিয়ে দিতে বলেন তাহলে আপনি যে কি কাজ করবেন আর কেমন ফিডব্যাক পাবেন তা আর নাই বললাম।
৫.
পোর্টফলিও ঃ পোর্টফলিও অ্যাড
করার সময় আমরা অনেকে
বিবরন দেইনা আবার লিঙ্ক
অ্যাড করিনা। কিন্তু পোর্টফলিও
এর বিবরন ও লিঙ্ক
অ্যাড করে দিবেন।
৬. ক্যাটেগরিঃ ক্যাটেগরি নির্বাচন করার সময় আমরা
অনেকেই ওয়েব ডিজাইন থেকে
২ টা নেয়, গ্রাফিক্স
থেকে ৩ টা নেয়
আবার মার্কেটিং থেকেও নেয়। এতে
বুঝা গেল আপনি সক্রেটিস
সব পারেন। মোটেও তা
করবেন না। যে কোন
একটা ক্যাটেগরি নির্বাচন করুন আর তার
মধ্যে থেকেই সাব-ক্যাটেগরি
নির্বাচন করুন।৭. other experince: other experince যোগ করুন প্রোফাইল এ।
বিঃদ্রঃ আপনার প্রোফাইল এর কোন কিছুই যাতে অন্য কোন প্রোফাইল এর সাথে মিলে না যায়।
১. জব টাইটেল এবং জব ডেসক্রিপশনঃ বিড করার আগে দেখবেন জব টাইটেল এবং জব ডেসক্রিপশন এর সাথে আপনার প্রোফাইল টাইটেল আর ওভারভিউ কতখানি রিলেটেড। রিলেটেড না হইলে আপ্পলাই করার দরকার নেই হক সেটা আপনি খুব ভাল পারেন।
২.
Require Skill ঃ
ক্লায়েন্ট এর অ্যাড করা
স্কিলের সাথে আপনার প্রোফাইল
স্কিল না মিললে বিড
করার কোন দরকার নাই।
৩.
কভার লেটারঃ কপি/পেস্ট কভার
লেটার এর দিন শেষ।
এখন সম্পূর্ণ কভার লেটার লিখে
দিবেন। আপনার নিজের লেখা
কভার লেটার ও কপি/পেস্ট করবেন না।
আপ্রান চেষ্টা করবেন একই
কভার লেটার একাধিক জব
ব্যবহার না করার। জব
ডেসক্রিপশন অনুযায়ী কভার লেটার লিখে
দিবেন।
বাকিটা আপনাদের মেধা আর বুদ্ধি
খাটিয়ে করুন।এরপরেও যদি আপনার কোন সমাধান না হয় তাহলে ২ টা রাস্তা আছেঃ
১. হয় ওডেস্ক এই সিস্টেম রিমুভ করবে। :D :p
২. আর না হয় আপনাকে ওডেস্ক ছেড়ে অন্য মার্কেটপ্লেস এ কাজ শুরু করতে হবে। :(
লিখা টা সুম্পুরন আমার বাক্তিগত মতামত। কার কোন দিমত থাকলে কমেন্ট বলুন কিন্তু তর্ক করবেন না।
সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।