![]() |
প্রযুক্তির পোকা |
ফলে গুগলের সদ্য প্রকাশিত অ্যান্ড্রয়েড ললিপপ সংস্করণ থেকে সহজেই পার্থক্য করা যাবে এলজির কাস্টমাইজড ললিপপ সংস্করণ-কে। একইভাবে সনি, স্যামসাং -ও নিজেদের ব্র্যান্ডেড ললিপপ সংস্করণ প্রকাশ করবে তাদের ফ্ল্যাগশিপ ফোনের জন্য। উল্লেখ্য, উন্নত ইন্টাফেস, ম্যাটেরিয়াল ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারী, স্মার্টলক, একাধিক ইউজার অ্যাকাউন্ট, ওপেনজিএল ইএস৩.১ ইত্যাদি বহু অগ্রসর সুবিধাসহ অ্যান্ড্রয়েড কিট্ক্যাটের পরবর্তী সংস্করণ ললিপপ চলতি মাসে অবমুক্ত করে সফটওয়্যার জায়ান্ট গুগল।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।