অন্যান্য অনলাইন মার্কেটপ্লেসের সাথে পিপিএইচের তুলনা
পিপল পার আওয়ার
অনেকটাই লেইড ব্যাক অর্থাৎ সরল স্কিল বিক্রিকে প্রাধান্য দিয়ে থাকে, যেমন প্রতি মাসে যখন স্টিভ ফলিন সেরা আওয়ার্লি ফিচার করে ভিডিও
উপস্থাপন করেন তখন কোনো না কোনো স্কিল খুবই ভিন্নধর্মী বা ব্যতিক্রম হয়ে থাকে, যেমন অন্য মার্কেটপ্লেসে আপনি কখনোই কিভাবে মুজা দিয়ে বানরের পুতুল
তৈরী করা হয়, এমন স্কিল বিক্রির প্রচার শুনবেন
না, আবার কিভাবে স্পেশাল ওন্থন (এক
প্রকার চৈনিক খাবার)
তৈরী করা হয় সেই স্কিল বিক্রির নজিরও পাবেন না, কিন্তু এমনটাই হয়ে থাকে পিপিএইচে, যেকোনো
বাঁধহারা স্কিল আপনি আওয়ার্লি আকারে প্রকাশ করতে পারবেন এখানে, সেটা বাহ্যিক বস্তুর সংক্রান্ত কোনো স্কিল হৌক কিংবা আপনার
কম্পিউটারের দক্ষতা দিয়ে হউক,
সব কিছুর সুব্যাবস্থা আছে
পিপিএইচে।
কতিপয় অনলাইন
মার্কেটপ্লেস রয়েছে, যাদের সার্ভিসসমুহের সাথে পিপিএইচের
প্রস্তাবিত সার্ভিসের মধ্যে অগাধ মিল রয়েছে, তবে পার্থক্য
একটি বিশেষ অংশে পরিলক্ষিত, যদিও পিপিএইচ যুক্তরাজ্য ভিত্তিক
ভিন্ন ভিন্ন দেশে এর শাখা রয়েছে,
যেমন www.PeoplePerHour.com এর About এ লেখা; “আমরা বিশ্বাস করি আমাদের গন্তব্য যেখানে সেই পথে উৎসব করতে করতে
যাওয়াই শ্রেয়, পিপিএইচ আমাদের আত্মা, আমাদের পুরো দল রয়েছে, লন্ডন, রিডিং, সারবর্ন, নিউ ইয়র্ক, এথেন্স, কেয়ুর, মারিঙ্গা, হায়দ্রাবাদ এবং বিশ্বের আরো কিছু বিস্তর এলাকা জুড়ে!” আর তাই এখানে বেশিরভাগ বায়ারেরাই বড়মাপের প্রজেক্টে আগ্রহী হয়, অন্যান্য একই গঠনের মার্কেটপ্লেসে যেই সার্ভিস মাত্র ৫ ডলারে দেয়া
হয় সেই সার্ভিস আওয়ার্লি আকারে বিশ্বমানের সেলারদের কাছ থেকে শতগুন বেশি দামে
বিক্রি হয়, এক কথায় “সস্তার তিন অবস্থা” –এর মধ্য দিয়ে
বায়ার কিংবা সেলারকে যেতে হয় না,
স্বভাবতই কাজের মূল্যায়ন অন্যান্য
মার্কেটপ্লেসের চেয়ে অনেক অংশেই বেশি পিপিএইচে বৈকি।
পিপিএইচ সংক্রান্ত কিছু পরিসংখ্যান
একটি অনলাইন
মার্কেটপ্লেসের মৌলিক অবকাঠামো ভিন্ন ভিন্ন পরিসংখ্যানের উপর নির্ভরশীল, পিপল পার আওয়ারের ক্ষেত্রেও একই ব্যাপার লক্ষনীয়, যেমন, নতুন হবার পরেও বিগত বছরে
পিপিএইচে সাড়ে আট কোটি ডলারের কাজ সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ বায়ার বা ক্লায়েন্ট উল্লেখিত পরিমান অর্থের কাজ
ফ্রীল্যান্সার কর্তৃক নিয়ন্ত্রিত ক্ষুদ্র বা মাঝারি কোম্পানির কাছে ব্যায় করেছে।
যেখানে কাজ বা জব পোস্ট করা হয়েছিলো মোট ১৫৬ হাজারের বেশি, যার মধ্যে ৭৫ শতাংশ কাজ দিয়েছেন ইউ.এস বা ইউ.কে এর বায়ারেরা, বাকি ২৫ শতাংশ বিশ্বের বাদ-বাকি সকল দেশ থেকে পোস্ট করা হয়েছে।
পিপিএইচে ৮০ শতাংশ কাজ হয়ে থাকে ‘রিমোটলি’ অর্থাৎ এক দেশ থেকে বসে অন্যদেশের ফ্রীল্যান্সার দ্বারা সম্পাদিত।
পিপিএইচের
বৈশিষ্ঠের মধ্যে অনায়াসেই আলোচনা করা যেতে পারে বায়ার বা ক্লায়েন্টদের
প্রত্যাবর্তনে নিয়ে, ৬০ শতাংশ পোস্ট করা কাজ পিপিএইচের
বায়ারেরা পুনঃরায় ফিরে আসে নতুন কাজ করানোর জন্য, যা সদ্যস্ফুটিত
একটি অনলাইন মার্কেটপ্লেসের জন্য বিরাট সাফল্য। পিপিএইচের সেলার বা কন্ট্রাক্টর আর
সোজা ভাষায় ফ্রীল্যান্সারদের দক্ষতা এমন একটি স্তরে উন্নিত হয়ে থাকে যার ফলে
বারারেরা তাদের কাজের উপরে পূর্ন আস্থা পোষণ করে থাকে, যার ফলস্রুতিতেই এরুপ প্রত্যাবর্তন ঘটে থাকে।
পিপিএইচের
চমকপ্রদ কিছু পরিসংখ্যানের একটি হচ্ছে “এভারেজ জব
ভ্যালু” বা একটি পোস্ট করা জবের গড় দাম, হিসাব করে দেখা হয়েছে, সম্পন্ন করা
কাজের ক্ষেত্রে বায়ার কর্তৃক একটি পোস্ট করা জবের গড় মূল্য ৫৩৮ ডলারের, মোটকথা সকল কাজের মূল্য যথার্থভাবে দেয়া হয়ে থাকে এই মার্কেটপ্লেসে, যা অন্যান্য বহু আউটসোর্সিং সাইটের তুলনায় কয়েকগুন বেশি। গড়ে ‘আওয়ার্লি’ বা ঘন্টাপ্রতি কাজের মূল্য ৩৮
ডলার, অর্থাৎ গড়ে একজন ফ্রীল্যান্সার
পিপিএইচ থেকে $৩৮/ঘন্টা হারে কামাই করে থাকে।
সর্বশেষ যেই
পরিসংখ্যান উল্লেখ করব, সেটি হলো, প্রস্তাবিত কাজ,
বায়ার ও ফ্রীল্যান্সারদের সঠিক
সংমিশ্রনের মধ্য দিয়ে বিগত বছরে ক্ষুদ্র ব্যাবসার ক্ষেত্রে ৮২ কোটি ডলারের বেশি
পরিমান অর্থ পিপিএইচ বাঁচাতে সক্ষম হয়েছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।