ইল্যান্সে নতুন দের বিড করার কিছু টিপস



১. একটি কাজ বিড করার আগে দেখে নিন বাইয়ারের রেটিং আর পেমেন্ট মেথড .

২. নতুন হিসাবে এমন কোন কাজ এ বিড না করাই ভাল যেখানে অনেক হাই এক্সপেকটেসনের কাজ আর হাই প্রোফাইলের লোক বিড করসে...



৩. দেখে নিন কয়জন কে ইন্টারভিওতে ডাকা হইসে.... ৪/৫ জন কে ডাকার পর আর বিড করে কাজ পাওয়ার সম্ভাবনা নাই.


৪. যে কাজ পারেন বলে আপনি আন্তবিসসাসি তাই বিড করুন....  যে কাজ পারেন না তা বিড করে আপনার লস ছারা লাভ নাই...

৫. বিড করার আগে ওই কাজের পোর্টফলিও অ্যাড করুন... অ্যান্ড অ্যাপ্লিকেশান এ ফাইল দিয়ে দেন....

৬.  কভারলেটার আপনার কাজ পাওয়ার জন্য খুব দরকারি...
ওটার দিকে খেয়াল রাখুন... কাজের বর্ণনার তার সাথে মিল রেখে কথা বলুন... আপনি
এই কাজ কিভাবে পারেন... কিভাবে করবেন... কত সময় লাগতে পারে... রিপোর্ট
কিভাবে দিবেন... অ্যান্ড সবচেয়ে দরকারি জিনিস যেটা সেটা হল আপনার ওই
সম্পর্কিত যা কাজ আসে তা দিয়ে দেন

. কভারলেটার এ এমন কিছু লিখবেন না যেটা মনে করে যে
আপনি কাজ পাওয়ার জন্য খুব বেশি আগ্রহী অথবা দয়া চান........ আপনি আপনার
যোগ্যতা দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন.... সবাই যোগ্যতাটাই বড় করে দেখে....

 8. কভারলেটার এ অহেতুক কথা লিখে বড় করবেন না... তা তে আপ্নের লেটার না পরার সম্বাবনা বেপক.... 

৯. প্রাথমিক ভাবে সহজ কাজ এ বিড করুন তবে রেট.. ঠিক
মত দিবেন.... না হলে বাইয়ার ভাব্বে আপনি কাজ এর বেপার এ জানেন না কিছু...
কম রেটে অ্যাপ্লাই করলে কাজ পাওা যায় এটা একটা ভুল ধারনা...

১০. অনলাইনে থাকার চেষ্টা করুন ... নতুন পোস্ট করা জব এ বিড করআর চেষ্টা করুন সবার আগে....  

সব শেষ এ একটি কথা আপনি মাসে ৪০ টা র বেশি বিড করতে পারেন না . তাই প্রতি টা বিড ভেবে করুন....

SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।