টেঁকি খবর : Tech News


 আজ আমি আপনাদের মাঝে টেক নিয়ে কিছু খবর উপস্থাপন করব আশা করি ভাল লাগবে :D আশা করি এটা নিয়মিত দিয়ে যেতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন।
প্রথমেই শুরু করব পুরান খবর দিয়ে । যারা জানেননা তাদের জন্য । সবই যদি অজানা খবর দেই কেমন দেখায় না :D
অ্যাপেল (Apple)  ৪ বিলিওন ডলার দিয়ে Beats Founded by Dr, dryer একটা ব্র্যান্ড অনেকের পসন্দের Headphone কিনে নিয়েছে । কিনে নিয়েছে বলতে কিরকম পুরো Acquire করে নিয়েছে তাই এরপর থেকে আমরা beats এর যত প্রোডাক্ট দেখব সেটা অ্যাপেল এর (Apple) সাথে ট্যাগ করা থাকবে । যদিও এর আগে Beats অনেক Company ব্যাবহার করত HP তারপর HTC কিন্তু পরে তারা এটা ব্যাবহার করা বন্ধ করে দিয়েছে । তবুও অ্যাপেল কিনেছে কারন তারা জানে কোনটা Trendy আর কোনটা থেকে পইসা বেশি আশবে :D তবে ধারনা করা জাচ্ছে Apple
এবং Beats এর Designer রা মিলে নতুন কোণও headphone Design বের করবে আপ্নারা এখন যদি অ্যাপলের ওয়েবপেজ এ জান দেখবেন Music Straming Service আছে  জারা beats Dedicatee Customer তাদের জন্য ।  নতুন Iphone আইফন সেটার সাথে নতুন আইফন বোধয় সেপ্টেম্বর এর ৯ তারিখ বের হবে । If I not wrong একি সাথে তারা নতুন IOS ৮ নতুন Mac এবং একই সাথে নতুন অ্যাপেল ট্যাগ ক্রীত Beats এর Headphone বের করবে । আর এটা সবাই জানে Apple Game খেলতে কত মজা ।
২য় News :D এটা খুব Interesting News চোর সাধু হয়ে গেলে যা হয় আর কি ? :P 
প্রযুক্তির পোকা
প্রযুক্তির পোকা

প্রযুক্তির পোকা
প্রযুক্তির পোকা

এবং সেটাই হয়েছে । Romania নামক যায়গায় এক ATM চোর যে আর কি Card যালিয়াতি করে Bond তার নাম ৩৪ বছর বয়স সে ধরা খেয়ে এখন জেলে । কিন্তু মজার বেপার হচ্ছে জেলের ভিতন বসেই সে যেটা করেছে Thieft Proof   একটা Process এবং এলগরিদম System বের করেছে  তার নতুন system টির নাম দিচ্ছে Secure revolving systemআমি যতটুকু ইউটিউবের ভিডিওতে যেটা পেয়েছি কার্ড হাফ বা Quater punch করে সবাই আগে চেষ্টা করে দেখে যে এটা থেকে কোনো ডেটা বা চুরি করা যায় কিনা | কিন্তু তারা পারেনি | তো তার নতুন টেকনোলজি যেটা সেটা রোমানিয়ার টেক ফার্ম এনবি টেলিকম ব্যবহার করা শুরু করে দিয়েছে | হয়তো জলদি তারা এটা বিশ্বের সব দেশে পাওয়া যাবে | এগুলো সব এটিএম বুথগুলোতে Apply করা হবে | কিন্তু প্রশ্নটা হল সে জেলের ভেতর এ কাজটি করলো কিভাবে ? ভাবতে থাকেন আমি ততখনে পরের খবরে যাই
প্রযুক্তির পোকা
প্রযুক্তির পোকা

৩য় খবর : লোভনিয় এক খবর এটা | C gate overaly প্রথম ৮ টেরাবাইটের হার্ডডিস্ক আনছে বাজারে | কি মাথা ঘুরছে ? ৮ মেগাবাইট না গিগাবাইট ও না টেরাবাইট | আপনার জীবনে অর্ধেক Collection সংগ্রহ করে রাখতে পারবেন | এটা সবচেয়ে সুবিধা দিবে গেমারদের দ্বিতীয়ত যারা কালেকটর যেমন টিভি প্রোগাম অথবা মুভি তাদের জন্য তো অসাধারন | আমি নিজে কম্পিউটারে ৩ টা হার্ডডাইভ ব্যবহার করি | আমি পেলে আগামি ৪ ৫ বছরের জন্য হার্ডডিস্কের কথা ভুলে যেতাম | কারন আমি আবার গেম পাগলা | :D | যাই হোক এটা বাংলাদেশে আসতে পারে ৩ থেকে ৪ মাস পরে | দাম 500000K 60000K মানে নিযুতের ঘরে |
প্রযুক্তির পোকা
প্রযুক্তির পোকা

তো যাই হোক । আজকের মত যাই। যে খবর শুনালাম হয়ত ভাল লাগেনাই। লাগলে কমেন্ট করতেন :Dভাল থাকবেন সব্বাই । আল্লাহ হাফিজ ।
SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।