৩ জন ফ্রীলাঞ্চার । যারা বদলে দিয়েছেন গোটা বিশ্বকে



Freelancing কে চিনেনা এমন মানুষ খুব কমই আছে। Freelancing মানে যে শুধু online এ কাজ করা বুঝায় না যেকোনো মুক্ত পেশাই Freelancing
আজ আমি আপনাদের ৩ জন Freelancer দের বিষয়ে জানাবো । যারা পুরো পৃথিবীকে বদলে দিয়েছেন । Freelancing এর মানে বুঝিয়ে দিয়ছেন । আপনারাও আশা করি তাদের সম্পর্কে জানবেন এবং নিজেকে তাদের মত করে প্রস্তুত করবেন। 
Ray Kroc

প্রথমেই যার নামটি থাকবে তিনি হলেন Ray Krocইনি একজন Sales & Marketing Freelancer ছিলেন ।

“Creativity is a highfalutin word for the work I have to do between now and Tuesday.” - Ray Kroc.

                                                          

বিশ্বাস করবেন কিনা জানি না তবে Czech যিনি আমেরিকার সবচেয়ে বড় Food restaurant এটা বললে ভুল হবে পুরো World এ ১ নম্বর McDonald’s Inc এর প্রতিষ্ঠাতা তিনিও একজন অনেক কঠোর পরিশ্রমী Freelancer ছিলেন Ray kroc একজন Milk shaker mixer salesman ছিলেন যখন তিনি তার Client Mac and Dick McDonald’s hamburger restaurant in Bernardino, Calif. গিয়েছিলেন তাদের খাবারের স্বাদ চাখার পরে তিনি তাদের Marketing আরও বারানর জন্য প্রস্তাব দিয়েছিলেন । তার পরের বছর তিনি Chicago তে McDonald’s এর প্রথম একটি শাখা খুলেন ।
১৯৬১ সালের পর থেকে McDonald’s পৃথিবীর ১ নম্বর Food Chain Restaurant হিশেবে স্থাপিত হয় শুধু মাত্র Ray Kroc এর Marketing এর দক্ষতার জন্য ।
১২০ টা দেশে বর্তমানে এটার শাখা আছে ।

এর পরেই দ্বিতীয়তে আছেন Photo & Design Freelancer – Walt Disney

All our dreams can come true, if we have the courage to pursue them.” – Walt Disney.

Walt Disney

যখন তার বয়শ মাত্র ৪ বছর তখন তিনি তার আকা ছবি বিক্রি করতেন । শুনতে অবাক লাগলেও এটাই সত্যি । যখন তার বয়স ১৫ তখন তিনি তার School এর Magazine এর Cartoonist ছিলেন । এরপর তিনি যখন ১৬ বছরের হন তখন সেনাবাহিনিতে যোগ দেন কিন্তু ওখান থেকে ভেগে গিয়ে Ambulance driver হিসেবে যুক্ত হন। এর মাঝেও তিনি টার Art কে জাগিয়ে রাখেন। তিনি কাজের পাশাপাশি আকাআকি এবং বিভিন্ন পত্রপত্রিকায় Comics লিখতেন । দুঃখজনক ভাবে বলতে হচ্ছে তখন কার সময় টাকা ইনকাম করার এত পথ ছিলনা । এরপর তিনি টার বড় ভাইএর সহযোগিতায় Disney স্তাপন করতে সক্ষম হন।

 

শেষে আছেন Product Design Freelancer – Alfred Nobel

If I have a thousand ideas and only one turns out to be good, I am satisfied.” – Alfred Nobel
Alfred Nobel


Alfred Nobel লিখালিখিতে এবং নতুন আবিষ্কারে বেশি মনোযোগী ছিলেন। তাকে বেশি চেনা যায় creating dynamite নামে । তার সম্পর্কে আর বেশি কিছু জানতে পারিনি। দুঃখিত ।

আজ এ পর্যন্তই । ভাল থাকবেন ।

 


SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।