একাধিক কাজ একসাথে সারার ক্ষেত্রে আইফোন ৬ তার অ্যান্ড্রয়েড
প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক বেশি গতিশীল হিসেবে এক পরীক্ষায় প্রমানিত
হয়েছে। মাত্র এক গিগাবাইট র্যাম ও ডুয়ালকোর প্রসেসর নিয়েই আইফোন ৬ বিপুল
ব্যবধানে এগিয়ে আছে সমসাময়িক যেকোন উচ্চ কনফিগারেশনের অ্যান্ড্রয়েড ফোন
থেকে।
গিকবেঞ্চ টেস্টে আইফোন ৬ তার সক্ষমতা প্রমান করেছে ইতিমধ্যে। কিন্তু একসাথে
অনেকগুলি কাজের বা মাল্টিটাস্কিং অবস্থা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন
করেছিল ফোনবাফ। তাতে কীভাবে অ্যাপেলের এই নতুন ফোনটিকে বাস্তব জীবনে
অন্যান্য ফোনের সাথে তুলনাকরা হয় তা দেখা গেছে। এ প্রতিযোগিতায় আইফোনটিকে
নিজের সক্ষমতা প্রমান করতে দ্রুততম সময়ে এক অ্যাপ থেকে আরেক অ্যাপে লাফিয়ে
লাফিয়ে চলতে হয়েছে। প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বী অন্য দু’টি ফোন হল -
স্যামসাংএর গ্যালাক্সি এস৫ ও এইচটিসি ওয়ান’এর এম৮ যে দুটি ফোনেরই র্যাম ২
গিগাবাইট করে। প্রতিযোগিতা থেকে যে বিষয়টি উঠে এসেছে তা হলো, দৈনন্দিন
জীবনে ব্যবহারের ক্ষেত্রে আইফোন ৬ তার অন্য প্রতিযোগীদের শুধুমাত্র হারিয়ে
দিয়েই ক্ষান্ত হয় না, বরং গতিতে গ্যালাক্সি এস৫ কে প্রায় এক পাঁক পেছনে
রেখে ঘুরে আসতে পারে।
- Blogger Comment
- Facebook Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।