অসাধারণ ল্যাপটপ এনে তাক লাগিয়ে দিয়েছে ডেল !!!

সম্প্রতি ডেল তাদের 'এক্সপিএস ১৩' মডেলের একটি ল্যাপটপ বাজারে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এই ল্যাপটপটিকে অনেকেই সবচেয়ে কমপ্যাক্ট বলে মনে করছেন। এ ছাড়া এর অন্যান্য ফিচারগুলোও অসাধারণ বলে জানাচ্ছেন ব্যবহারকারীরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

ডেল 'এক্সপিএস ১৩' ল্যাপটপটি মাত্র ০.৬ ইঞ্চি পুরু। এর ওজন মাত্র ২.৬ পাউন্ড। এর কোয়াড এইচডি পর্দার রেজ্যুলেশন ৩২০০x১৮০০ পিক্সেল। এর পর্দাটিও স্পর্শকাতর। কিন্তু ম্যাকবুক এয়ারের রেজ্যুলেশন মাত্র ১৪৪০x৯০০ যা স্পর্শকাতর নয়।


এর প্রসেসরটি ফিফথ জেনারেশন ইন্টেল কোর আই৫। কিন্তু ম্যাকবুক এয়ারে চতুর্থ জেনারেশন চিপ ব্যবহার করা হয়েছে। ব্যাটারিও এয়ারের চেয়ে অনেক শক্তিশালী।

অ্যাপলের ল্যাপটপ যেখাবে ১২ ঘণ্টা ব্যাকআপ পাবে, সেখানে ডেল এর ল্যাপটপটি ব্যাকআপ দেবে ১৫ ঘণ্টা।

এক্সপিএস ১৩ এর দাম শুরু হয়েছে ৭৯৯.৯৯ ডলার থেকে। অন্যদিকে, অ্যাপলের এয়ারের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে।

অনেকেই বলছেন, এতদিন সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ দিয়ে বাজার মাত করলেও এবার ডেলের কাছে হেরে যাবে অ্যাপল ম্যাকবুক।
SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।