প্রফাইল কিভাবে ১০০% করবেন।



আসুন প্রফাইল কিভাবে সাজাবেন দেখি।
ক) টাইটেলঃ টাইটেলে আপনি শুধু মাত্র যেই কাজ গুলো পারেন সেই গুলো উল্লেখ করবেন। যে গুলো খুব ভালো পারেন সেই গুলা আগে লিখবেন। যেমন আমার প্রফাইল এ আমি দিয়েছি, যদিও তেমন ভালো হয় নাই। তবুও নতুনদের জন্য উপকার হবে আশা করি। 




খ) পোর্ট্রেইটঃ প্রফাইল ফটো এর ব্যপারে তেমন বড় কিছু নাই। তবুও আমি বলবো এমন একটা ফটো দিবেন যেটা হালকা হলেও প্রফেশনাল মনে হয়ওনেকে দেখি নায়ক মার্কা ছবি দেয়, কালো চশমা পরে ছবি দেয় আমার নিজের কাছে খারাপ লাগে বায়ারদের কাছে কেমন লাগবে আমি জানিনা।
গ) ঘন্টা প্রতি রেটঃ নতুনদের বলবো একটু কম রেটে বিড করার জন্য, তবে এমন কম নয় যা মার্কেট নষ্ট হয়। আমি মনে করি ওয়েব ডেভেল্পমেন্টে যারা কাজ করেন সর্ব নিম্ন ৫ ডলার করবেন, তাও প্রথম ফিড ব্যাক পর্যন্ত। এর পর বাড়াতে থাকবেন। এস ই ও, এস এম এম যারা করেন তাদের জন্য আমি ভালো জানি না।
ঘ) প্রফাইল অবশ্যই ১০০% করে ফেলবেন। দয়া করে ১০০% করতে কারো সাহায্য নিবেন না। নিজে নিজে করবেন তাতে যদি ১ সপ্তাহ ও লাগে তাও করবেন। ওনেকে বিভিন্ন টিপস নিয়ে কারো সাহায্য নিয়ে ১০০% করে থাকেন। পরবর্তীতে আপনাদের ওই বিষয় গুলো অজানা থেকে যায়। আবার সেইটার জন্য আবার কারো কাছে সাহায্য চাইতে হয়।
ঙ) ওভার ভিউঃ ওভারভিউ সুন্দর করে লিখবেন। দরকার হলে ভালো ভালো কিছু প্রফাইল দেখেন, অভজ্ঞতা অর্জন করেন। আমি এখনো মাঝে মাঝে প্রফাইল দেখি, শুধু বাংলাদেশী নয় ভালো রেটে যারা কাজ করে সবার প্রফাইল দেখেন। দেখে তারা কিভাবে লিখেছে সেইভাবে গুছিয়ে লিখুন।
চ) স্কিল এ যোগ করুন যা যা পারেন সব, টাইটেলের মত যা আগে পারেন সেইটা আগে দেন। ২৫% ও পারেন না এমন কিছু দিবেন না।
ছ) ইমপ্লয়মেন্ট হিস্টোরি তে যেখানে যেখানে জব করেছেন সব উল্ল্যেখ করুন। যদি না করে থাকেন তবে বড় ভাই ব্রাদার এর কোন ফার্ম থাকলে সেই টাইটেল ব্যবহার করুন।
জ) এডুকেশন এ আপনার এডুকেশন যোগ করুন।
ঝ) পোর্টফলিও যোগ করুন। যত গুলো কাজ করেছেন সব উল্ল্যেখ করুন। ভালো ভালো প্রফাইলে কিভাবে প্রটফোলিও দিয়েছে দেখুন। সেই ভাবে করুন। যেমনঃ টাইটেলে ভালো একটা টাইটেল দিন, প্রজেক্ট সম্পর্কিত, ক্যাটাগরি দিবেন অবশ্যই সঠিক, প্রজেক্ট যদি লাইভ থাকে তাহলে প্রজেক্ট ইউ আর এল দিবেন, ডেট দিবেন এবং সুন্দর ডেস্ক্রিপশন লিখবেন। আপনি যে যে কাজ করেছেন টোটাল উল্ল্যেখ করবেন।
ঞ) সার্টিফিকেট আর এক্সপ্রিএঞ্চ যোগ করবেন।
ণ) টেস্টঃ টেষ্ট দিবেন যত পারেন। আপনি যেই সংক্রান্ত কাজ করবেন সেই সম্পর্কিত সব টেষ্ট দিবেন। দয়া করে কেউ ফেইল্ড হইলে সেই টেষ্ট প্রফাইলে শো করাবেন না।

SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।