অল্প কথায় অডেস্ক এর প্রধান প্রধান কিছু বিষয়



পরিচিতিঃ
, ওডেস্ক একটি জনপ্রিয় ফ্রিইল্যাঞ্চিং সাইট। ফ্রিইল্যান্সিং সাইটগুলোর মাঝে প্রায় ৫০ ভাগ কাজ শুধুমাত্র ওডেস্ক এর মাধ্যমেই পাবলিশ হয়। (তথ্য, ম্যাট কুপার) তাই ফ্রিইল্যাঞ্চিং সাইটগুলোর মাঝে এর জনপ্রিয়তা সর্বাধিক। (এটা বললাম কারন অনেকেই ওডেস্ক এ কাজ করতে আসে কিন্তু এর লিঙ্ক এড্রেস বা ঠিকানাটাও জানে না।)।  
, ওডেস্ক এর অফিসিয়াল সাইট, www.odesk.com


শুরু করবেন যেভাবেঃ
, (এ বিষয়ে অনেক অনেক ডকুমেন্ট এই গ্রুপেও আছে, আবার বাংলা প্রযুক্তি ব্লগগুলোতে অনেক পোস্ট ও করা হয়েছে। তবুও একদম অল্প কথায় বলি ) অডেস্ক এ সাইন আপ করুন। প্রটফলিও দিয়ে প্রোফাইল কমপ্লিট করুন। আপনার কাজের ধরন অনুযায়ী টেস্ট দিন।
, যেহেতু আপনি নতুন, তাই এক সপ্তাহ পুরো সাইটে ঘুরাঘুরি করুন। কভার লেটার কি জিনিস তা বোঝার চেষ্টা করুন এবং অবশই খুবই ভালভাবে। সবশেষে আপনার প্রথম জব এ বিড করুন। হ্যাপি বিডিং।

সহজে কাজ পাওয়ার কিছু উপায়ঃ ভয় দেখিয়েই বলি, অডেস্ক এ কাজ পাওয়া খুব সহজ নয়। পায়ের উপরে পা দুলিয়ে কফির কাপ ঠোটে ঠেকিয়ে নতুন অবস্থায় কাজ পাবেন? ভুলে যান সে কথা কিংবা আজই ওডেস্ক ছেড়ে দিন যদি শুরুতে কষ্ট করতে না পারেন। তাহলে দেখুন কাজ পাবার কিছু সহজ কৌশল, (আমার মতামত)
, উপরে বলেছি ভালভাবে কভার লেটার বুঝতে। এর পরের কাজটিই হলো বায়ার চিনতে হবে।  বায়ার চেনার জন্য কোন কিছু এখানে বলব না। সেটা আপনি খুজে নিন।
এবার আপনার কাজ হল, ভাল বায়ার দেখে প্রতিদিন মিনিমাম ১৫ টা করে বিড করুন এবং করতেই হবে। নাহলে আপনার জন্য অডেস্ক নয়। (এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ)  
,  নতুন অবস্থায় আপনি ছোট ছোট কাজে বিড করুন (বিশেষ করে গ্রাফিক ও ওয়েব ডিজাইনার)।
, যদি সম্ভব হয় কাজ খুবই ছোট হলে জবে বিড করার সময়ই পারলে কাজ কমপ্লিট করে জমা দিয়ে দিন। এতে বায়ারের নজরে পড়লেই সিউর হায়ার হবেন এবং এর পরে বুঝতেই পারছেন আপনার জন্য সেটাই একটা আশীর্বাদ।
, আবারো বলি, প্রতিদিন ১৫ টা জবে বিড করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। জবে বিড করা ছাড়া নতুন অবস্থায় কাজ পাওয়ার সম্ভবনা আপনার জন্য মাইনাস জিরো কিংবা তার চেয়েও কম।

, ইন্টারভিউ পেলে সর্বচ্চ চেষ্টা করুন কাজটা পেতে। কাজ যদি ছোট হয় তাহলে রেট কমিয়ে দিন(এই কমানো কিন্তু মার্কেট প্লেস পচানোর মত কমানো নয়) এবং তাকে বলুন নতুন তাই ফিডব্যাক চাই। (বিদেশী বায়ারকে পারলে নাম ধরে ডাকুন। তারা বাঙ্গালির মতন স্যার স্যার পছন্দ করে না)
, আবারো হ্যাপি বিডিং এবং শুভ হোক আপনার প্রথম কাজ।

কাজ পেলেন, টাকাও পেলেন। তুলবেন যেভাবেঃ
, বাংলাদেশে ওডেস্ক থেকে দুই উপায়ে সহজে টাকা তোলা যাবে। মানিবুকার এবং পেওনিয়ার মাষ্টার কার্ড। আপনি যেকোনো একটা কিংবা দুটই বেছে নিতে পারেন। (টাকা তোলা সহজ কিন্তু এই দুটোকে কাছে পাওয়া কিন্তু সহজ নয়। কিভাবে এগুলোকে পাবেন তা ভালভাবে জেনে নিন )
, ওডেস্ক থেকে ব্যালেন্স উইথড্র করার জন্য পেমেন্ট অপশন এ যান এবং উইথড্রাল মেথড এ যোগ করুন আপনার যেটা ইচ্ছা। তিন দিন সময় নিবে এক্টিভ হতে। (একটা ফর্ম সাবমিট করতে হবে কিন্তু)

, মানিবুকার থেকে টাকা উঠানোর জন্য ব্যাঙ্ক এ একাউন্ট খুলুন। আর পেওনিয়ার কার্ড এর জন্য মাষ্টার কার্ড লোগো সম্বলিত যেকোনো এটিএম এ গিয়ে টাকা তুলুন।  
খুবই সংক্ষিপ্ত আকারে এটাই হলো মূলকথা। পুরো কথাগুলো কিন্তু খুবই সহজ। আমার লিখতেও সময় লেগেছে মাত্র ৩০ মিনিট। তবে ভাববেন না যে পুরো বিষয়টা এরকমই সহজ। যদি ভেবে থাকেন তবে আপনার কোন লস হলে আমি দায়ী থাকবো না। আর এগুলো হলো শুধু সারমর্ম। প্রতিটা বিষয়ের বিস্তারিত জানতে আপনি নেট কিংবা বড় ভাইদের হেল্প নিন। আমি সারমর্ম শুধু এই কারনে লিখলাম, যারা একদমই নতুন তারা অন্তত একটা সাজেশন টাইপের কিছু দিকনির্দেশনা পাবে এখান থেকে আশা করি। আর এক্সপার্টরা ভুল হলে সংশোধন করে দিন।

আর সবশেষে, হ্যাপি বিডিং, শুভ হোক আপনার প্রথম কাজ, প্রথম পেমেন্ট এর টাকা তুলে বাবা-মা কিংবা পরিবারের হাতে তুলে দিন। এর পর বন্ধুদের নিয়ে একটা পার্টি দিন অডেস্ক এর প্রথম পেমেন্ট দিয়ে

SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।