ওডেস্ক প্রফাইল কে নিয়ে যান আর এক ধাপ উঁচুতে। জব পেতেও সাহায্য করবে।



বেশ কয়েকদিন আগে ওডেস্ক ফ্রীলাঞ্চারদের প্রোফাইলে ভিডিও ওভারভিউ যোগ করার অপশন দিছে। বর্তমানে এই বৈশিষ্ট্য একটি বেটা রিলিজ। আগামী কিছুদিনের মধ্যে এই বৈশিষ্ট্যটি স্থায়ী হবে এমনটিই জানিয়েছে ওডেস্ক টিম।

তো চলুন জানা যাক এইটা কি?


১. ওডেস্ক এর এই ভিডিও ওভারভিউ কি?

উত্তরঃ ভিডিও ওভারভিউ হচ্ছে ১ মিনিটের একটি ভিডিও ক্লিপস যা আপনি কি কাজ করেন বা করতে পারেন তার একটা বিজ্ঞাপন। বর্তমানে আমরা আমাদের ওডেস্ক প্রোফাইল এ লিখিত ওভারভিউ যোগ করতে পারি যা হইত অনেক ক্লায়েন্ট এর ই পড়ার সমই থাকে না বা অতোটা বিশ্বাসযোগ্য হইনা যতটা একটা ভিডিও ওভারভিউ রিপ্রেজেন্ট করে। 

২. ভিডিও ওভারভিউ যোগ করলে আপনার কি লাভ হবে?
উত্তরঃ আমি উত্তর টা পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করছি।
 ক) খুব অল্প সময়ে ক্লায়েন্ট আপনার দক্ষতা সম্পর্কে জানতে পারবে যা আপনার এবং আপনার ক্লায়েন্ট এর সময় বাচাবে।
 খ) ক্লায়েন্ট আপনার ইংরেজি স্কিল সম্পর্কে ভাল ধারনা পাবে। আমার কাছে সবচেয়ে ভাল সুবিধা মনে হয় এইটা।
 গ) আপনি আপনার সব স্কিল গুলা তুলে ধরতে পারবেন।
 ঘ) আপনি কেমন প্রফেশনাল তা ক্লায়েন্ট জানতে পারবে।
 ঙ) আপনার কথার দারা ক্লায়েন্ট কে আকৃষ্ট করতে পারবেন।
 চ) ক্লায়েন্টকে আপনার কাজের অভিজ্ঞতার ভালো ধারণা দিতে পারবেন।
 ছ) অল্প কথায় আপনার কাজের পক্রিয়া সম্পর্কে বলতে পারবেন ইত্যাদি।

৩. ভিডিও তৈরি করার নিয়মাবলী ঃ
 ক) ভিডিও টি অবশ্যই ইউটিউবে আপলোড করতে হবে (বর্তমানে oDesk শুধুমাত্র ইউটিউব URL গুলি সমর্থন করে )।
 খ) আপনার ভিডিও কন্টেন্ট oDesk  বিদ্যমান সমস্ত নীতি মেনে তৈরি করতে হবে। (ওডেস্ক পলিচি পড়তে এখানে ক্লিক করুন)
 গ) আপনার ইউটিউব ভিডিও টি অবশ্যই কমেন্ট অপশন নিষ্ক্রিয় করতে হবে। (কোন বিজ্ঞাপন দেয়া চলবে না)।
 ঘ) ভিডিওটি তে আপনি ছাড়া আর কেও থাকা যাবে না।
 ঙ) ভিডিওটি তে কোন ধরনের Slideshows এবং showreels জাতীয় কিছু থাকা যাবে না। ( যেমন পোর্টফলিও দিয়ে স্লাইডশো করা যাবে না)।
 চ) ভিডিও ওভারভিউ টা শুধু আপনাকে কেন্দ্র করে করতে হবে।

৪. ভিডিও তিরীর দিক-নির্দেশনা ঃ
 ক্লায়েন্ট এর মন জয় করার জন্য আপনাকে বেশ কয়েক টা দিক বিবেচনা করে ভিডিও টি তৈরি করতে হবে।

যেমন  ঃ
 ক) বিষয়বস্তুকে ফোকাস করুন আর যা করতে ভুলবেন না -
      - আপনার পরিচয় দিন আর হাস্য-উজ্জ্বল থাকুন। কারন মানুষ হাস্য-উজ্জ্বলদের সাথে কাজ করতে বেশি পছন্দ করে।
      - এবার আপনার কি কাজ পারেন তা উল্লেখ করুন তবে কোন কথা বার বার পুনুরাব্রিতি করবেন না। (মনে রাখবেন এটাই আপনার ওভারভিউ এর punching পয়েন্ট। যা ক্লায়েন্ট কে আকর্ষণ করবে)।
      - সংক্ষেপে আপনার হাল্কা দক্ষতা বা ক্লায়েন্টদের সাথে ভাল কাজ করার ক্ষমতা নিয়ে বলুন।
  খ) ভিডিওটি কে মার্জিত করুন এবং যা অবশ্যই করবেন -
      - প্লান করুন আপনি কি কি ভিডিও তে বলবেন। খাতাই আগে লিখে নিয়ে প্র্যাকটিস করুন। কারন এটা আপনাকে আমতা-আমতা করা থেকে বাচাবে :) ।
      - হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করুন। তবে এটা  অভিনব(করতে পারলে ভাল) হতে হবে তানা শুধু ভিডিও টি যেন প্রফেশনাল হয় সেদিকে খেয়াল রাখবেন।
      - নিশ্চিত হয়ে নিন যে আপনার আশে-পাশে কোন শব্দ না থাকে আর ভিডিও ভাল হওয়ার জন্য পর্যাপ্ত আলো থাকে। 
      - ভিডিও তৈরি করার পর পরীক্ষা করুন যে ভিডিওটি ঠিক আছে কিনা? সাউন্ড বুঝা যাই কিনা? সবাই বুঝতে পারবে কিনা ইত্যাদি। বন্ধু বা আরও ফ্রীলাঞ্চারদের দেখাতে পারেন। 
      - যদি আপনি এরকম ভিডিও এর সামনে নতুন হন তাহলে এই ছোট ভিডিও ক্লিপ টি দেখতে পারেন।
      
অন্যান্য দক্ষ বাক্তিরা ওডেস্ক এর ভিডিও ওভারভিউ কিভাবে বানাইছে দেখতে হলে নিচের ভিডিও গুলা দেখুন।
  
Maya, game developer  ঃ https://www.youtube.com/watch?v=6RfDg5QuWgk 
Christina, Social Media Aficionado  ঃ https://www.youtube.com/watch?v=ngsevdDh47w
Nelson, Web Developer and Designer ঃ https://www.youtube.com/watch?v=K2aSz6nR01c
David, Software Engineer  ঃ  https://www.youtube.com/watch?v=SRmMt-wdPAY

যেভাবে ওডেস্ক প্রোফাইল এ ভিডিও টি যোগ করবেন  ঃ
 ১. ভিডিও টি ইউটিউবে আপলোড করুন এবং link কপি করুন।
 ২. এবার আপনার ওডেস্ক এ profile এ যান।
 ৩. my public profile এর ঠিক নিচে video নামে একটি সেকশন দেখতে পাবেন। এরপর Add এ ক্লিক করুন।
     স্ক্রিনশট  ঃ http://prntscr.com/2hzxrw 
 ৪. এরপর ভিডিও লিঙ্ক টি দিন আর ভিডিও টাইপ নির্বাচন করুন ।
     স্ক্রিনশট  ঃ http://prntscr.com/2hzye1
হয়ে গেল ভিডিও অ্যাড করা।  
তো সবাই আর প্রফেশনাল হয়ে উঠুন আর আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যান।
:) :) :) 

SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।