অডেস্কের পথে কিছু মজার বিষয়



..... অনলাইনে ইনকাম সম্পর্কে কিছু মজার বিষয় দেখেন .....

দেখবেন সামান্ন একটা ইমেইল আইডি খুলতে পারে না, অথচ সে চায় অনলাইকে ইনকাম করতে। এটা নিয়ে সে খুব কাপ ঝাপ করে, , , শেষ পর্যন্ত তার জায়গা হয় ডোল্যান্সার নাইলে ফালতু কোন এম এল এম অথবা পিটিসি সাইট।
আমাকে সেদিন এক বড় আপু ফোন দিছে্‌ , , , , , কিরে অনলাইনে ইনকাম নাকি খুব সোজা? আমাকেও তাইলে সিস্টেম করে দে। আমি বললাম, বিয়া বইসা জামাইর ঘরে জাউ। সেইটাই খুব সহজ হবে।

এই আপুটাই আবার বলল, তার নাকি সম্পর্কে এক ছোট ভাই আছে, ইনকাম করতে চায়। আমাকে বলল দেখ, সাম্নের মাস থেকে তাকে মাত্র ৪, ৫ হাজার টাকার মত একটা ব্যাবস্থা করে দে। আমার সাফ জবাব, তোমার ভাইরে বইলো, সে যদি অনলাইনে এক টাকা হাতে পেতে চায় তাইলে তার জন্য তাকে আগামি ৬ মাস সব কিছু বাদ দিয়ে হার ভাঙ্গা পরিশ্রম করতে হবে। যদি সে পারে তাইলে তাকে হেল্প করব। নাইলে ফুটো।
এক ছেলের ঘরে পিসি নাই। তার এক কাজিনের পিসিতে মাঝে মাঝে গান শুনে আর গেম খেলে। কয়দিন আগে কিভাবে আমার নাম্বার পাইছে। বলে ভাই, কিছু একটা করেন। আমি নেট থেকে ইঙ্কাম করতে চাই। আমি বলছি ভাই শুনেন, আপ্নে আগে একটা পিসি ম্যানেজ করেন নিজের জন্য। তার পর মডেম নিয়া দুই মাস নেট চালানো শিখেন। ফেসবুক বা হাবিজাবি জা পারেন খালি গুতাগুতি করেন। সে সাথে পারলে কিছু কাজ শিখে নেন। জেমন লেখালেখি বা ডিজাইন এর কাজ। তাইলে আমি আপনাকে লাইন দেখাতে পারবো নাইলে তো আপনি ফেইল মারবেন। সে হতাশ।
এক বছরে একজন SEO প্রায় ২০০০ (দুইহাজার) ঘন্টা কাজ করতে পারে অনায়াসে এবং তার মাসিক ইনকাম থাকে প্রায় ২ লাখ টাকার মতন। আর একই সময় একজন গ্রাফিক ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইনার কত কাজ করে?? মাত্র ১০০ ঘন্টা তুলতেই তার নাক মুখ দিয়ে গরম বাতাস বের হয়। আর মাসিক ইনকাম? গ্রাফিক এর ইনকাম হবে হয়তো ৩০ হাজার আর ওয়েব এর ইনকাম হবে ৫০ হাজার টাকা। (ব্যাতিক্রম আছে। জাদের লাক ভাল তাদের হিসাব আলাদা। তবে অডেস্ক এ আমি অনেক অনেক প্রোফাইল দেখছি জার মাদ্ধমে আমার কথার সত্ততা পাবেন।)
ইশরে খোদা, কেন যে আমি ডিজাইনের কাম করতে গেলুম , , , , , তবে কাহিনি আছে, পরে বলিবো, , , , হেহেহেহে
অডেস্ক এ এই মুহূর্তে আমার এক্টাই মাত্র দুঃখ, প্রায় এক বছর কাজ করার পরও আমার প্রজেক্ট এর চাইতে ঘন্টা কম !!!!!!!, , , , , মাঝে মাঝে মনে হয় বায়ারদেরকে নিয়ে নিজেও গলায় ফাস দেই। হারামিরা সব আমাকে ফিক্সড জব এ হায়ার করে। জত দ্রুত সম্ভব এই ঘন্টাকে প্রজেক্ট এর চেয়ে বেশি করতে চাই। নাইলে তো মানুসে আমার প্রোফাইল দেখলে হাসে শুধু , , , ,
আরো কত্ত কাহিনির সামনে যে পরছি ভাই তা বলে শেষ করা যাবে না। আপ্নাদেরো এমন হইছে এবং হবে তা জানা কথাই


SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।