How to setup Auto Refresh Plus



অবশ্যই Google Chrome ব্রাউজার ব্যবহার করতে হবে, এক্ষেত্রে নতুন ভার্সন হলে ভাল হয়। অনেক সময় পুরাতন ভার্সনে সাপোর্ট করে না। 

১ম ধাপঃ Google Chrome থেকে এই লিঙ্কে প্রবেশ করবেন - https://chrome.google.com/webstore/detail/auto-refresh-plus/oilipfekkmncanaajkapbpancpelijih


২য় ধাপঃ ক্লিক করবেন “Free” বাটনে। Example: http://prntscr.com/3k2aev
এরপর ক্লিক করবেন “Add” বাটনে। Example: http://prntscr.com/3k2axq
কিছুক্ষন অপেক্ষা করবেন ইন্সটল হওয়ার জন্য। Thank You ম্যাসেজ পেলেই বুঝবেন ইন্সটল হয়ে গেছে। Example: http://prntscr.com/3k2e9b

৩য় ধাপঃ এখন MW অ্যাকাউন্ট লগিন করবেন এবং উপরের ডানপাশে Auto Refresh Plus বাটনে ক্লিক করে সেটিংস ঠিক করে নিতে হবে। Example: http://prntscr.com/3k2grt
তারপর ছবির মধ্যের অপশনগুলো হবহু ঠিক রাখবেন। সেটিংস ছবিঃ http://prntscr.com/3k2i9r 
এখন “Save” ক্লিক করবেন। 

শেষ ধাপ/ কাজের ধাপঃ MW অ্যাকাউন্ট লগিন করে Auto Refresh Plus বাটনে ক্লিক করে কত সময় পর পর রিফ্রেশ দিবেন তা সিলেক্ট করবেন। নিচের শূন্যস্থানে 1 লিখে একটা স্পেস দিয়ে তারপর “Start” ক্লিক করলেই Auto Refresh চালু হয়ে যাবে। Example: http://prntscr.com/3k2lh5

সতর্কতাঃ মনে রাখবেন 1 লিখে একটা স্পেস দিবেন, স্পেস না দিলে কিন্তু কাজ আসলে সিগন্যাল দিবে না, আবার একাধিক স্পেস দিলেও সিগন্যাল পাবেন না। যেহেতু 1 লিখে স্পেস দিয়েছেন তাই শুধুমাত্র ১টা কাজ আসলেই সিগন্যাল পাবেন। 2 লিখে একটা স্পেস দিয়ে Start ক্লিক করলে শুধুমাত্র ২ টা কাজ আসলে সিগন্যাল পাবেন, সেক্ষেত্রে ১ টা কাজ আসলে সিগন্যাল দিবে না। প্রতিবার সিগন্যালের পর আবার Start করে দিতে হবে। সাউন্ডবক্স অন করে রাখলে প্রতি সিগন্যালেই শব্দ পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।
 পোষ্টটি পড়ার জন্য থেক্নু
SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।