অবশ্যই Google
Chrome ব্রাউজার ব্যবহার করতে হবে, এক্ষেত্রে
নতুন ভার্সন হলে ভাল হয়। অনেক সময় পুরাতন ভার্সনে সাপোর্ট করে না।
১ম ধাপঃ Google Chrome থেকে
এই লিঙ্কে প্রবেশ করবেন -
https://chrome.google.com/webstore/detail/auto-refresh-plus/oilipfekkmncanaajkapbpancpelijih
কিছুক্ষন অপেক্ষা করবেন ইন্সটল হওয়ার
জন্য। Thank You ম্যাসেজ পেলেই বুঝবেন ইন্সটল হয়ে গেছে। Example: http://prntscr.com/3k2e9b
৩য় ধাপঃ এখন MW অ্যাকাউন্ট লগিন করবেন এবং উপরের ডানপাশে Auto Refresh Plus বাটনে
ক্লিক করে সেটিংস ঠিক করে নিতে হবে। Example:
http://prntscr.com/3k2grt
এখন “Save”
ক্লিক করবেন।
শেষ ধাপ/ কাজের ধাপঃ MW অ্যাকাউন্ট
লগিন করে Auto Refresh Plus বাটনে ক্লিক করে কত সময় পর পর রিফ্রেশ দিবেন তা সিলেক্ট করবেন। নিচের শূন্যস্থানে 1 লিখে
একটা স্পেস দিয়ে তারপর “Start”
ক্লিক করলেই Auto Refresh চালু
হয়ে যাবে। Example: http://prntscr.com/3k2lh5
সতর্কতাঃ মনে রাখবেন 1 লিখে একটা স্পেস দিবেন, স্পেস
না দিলে কিন্তু কাজ আসলে
সিগন্যাল দিবে না, আবার
একাধিক স্পেস দিলেও সিগন্যাল পাবেন না। যেহেতু 1
লিখে স্পেস দিয়েছেন তাই শুধুমাত্র ১টা
কাজ আসলেই সিগন্যাল পাবেন। 2 লিখে একটা স্পেস দিয়ে Start ক্লিক
করলে শুধুমাত্র ২ টা কাজ আসলে সিগন্যাল পাবেন,
সেক্ষেত্রে ১ টা কাজ আসলে সিগন্যাল দিবে
না। প্রতিবার সিগন্যালের পর আবার Start করে দিতে হবে। সাউন্ডবক্স অন করে রাখলে
প্রতি সিগন্যালেই শব্দ পাওয়া
যাবে। ধন্যবাদ সবাইকে।
পোষ্টটি পড়ার জন্য থেক্নু
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।