অাসসলামু আলাইকুম
* ELance-এ Connect বলতে কি বোঝায়?
উত্তরঃ Connect হচ্ছে একমাসে আপনি কতটি কাজে বিড করতে পারবেন তার লিমিটকে বোঝায়।
ফ্রী মেম্বারশিপের জন্য একটি অ্যাকাউন্টের বিপরীতে Connect লিমিট ১৫।
* আমি কিভাবে আমার Connect লিমিট বাড়াতে পারি?
উত্তরঃ বন্ধুদের Invite করে Contractor হিসেবে সাইনআপ করাতে পারলে, এক্ষেত্রে আপনার বন্ধুকে ফোন
ভেরিফিকেশন ও ELance Proficiency Test পাস করতে হবে। Referral লিঙ্ক পেতে লগইন করার পর Resources >
Referral Program এ ক্লিক করুন অথবা সরাসরি ভিজিট করুনhttps://www.elance.com/referralprogram প্রতিটি সফল সাইনআপের জন্য ১০ টি Connect আপনি পাবেন এবং সেটি শুধুমাত্র
চলতি মাসের জন্য।
* ELance-এ কয় ধরনের কাজ পাওয়া যায়?
উত্তরঃ দুই ধরনের Fixed Price & Hourly.
Fixed Price- Escrow সিস্টেম কাজ শেষে পারিশ্রমিক
পাওয়ার নিশ্চয়তা প্রদান করে। তাই কাজ শুরু হওয়ার পূর্বে ক্লায়েন্টকে Escrow-তে পারিশ্রমিক জমা দেয়ার জন্য অনুরোধ
করুন।
Houly- ELance Tracker অন করুন এই ধরনের কাজ শুরুর
পূর্বে কাজ শেষ হওয়ার পর Tracker-টি অফ করুন। ১৩ মিনিট পর পর আপনার পিসির Screenshot তুলবে এটি, তাই সৎ থাকুন কাজ করার সময় অযথা Tracker অন রাখবেন না। কোন কারনে Tracker অন রাখতে ভুল করলে WorkRoom থেকে Timesheets লিঙ্কে ক্লিক করে Manual Hour যোগ করুন।
* ELance কত ধরনের পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে?
উত্তরঃ Withdraw করার ক্ষেত্রে আমাদের জন্য MoneyBookes (Skrill),
Payonner Mastercard, Bank Transfer অপশন রয়েছে। আপানার পছন্দেরটা
বেছে নিন, একাধিক অপশন বাছাই করতে পারবেন এবং ইচ্ছেমত যেকোনও সময় যেকোনটি
ব্যবহার করতে পারবেন।
আপনার Payment Method যোগ করুন Manage > Financial Accounts
* অন্য মার্কেটপ্লেস থেকে পাওয়া Payonner Mastercard
ELance কি সাপোর্ট করে?
উত্তরঃ হ্যাঁ! ওডেস্ক বা অন্য মার্কেটপ্লেস থেকে পাওয়া Payonner
Mastercard ইল্যান্সে যোগ
করা যায়। জুলাই ২০১২ এর পর থেকে এই সুবিধা পাওয়া যাচ্ছে, এর আগে এটি ছিল না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।