App review: Instragram

projuktirpoka
প্রযুক্তির পোকা


আজকে আমি একটা  App নিয়ে কথা বলবো। আমি জানিনা এটা আপনাদের কাছে কতটা পপুলার । বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমার জানা মতে ততটা পপুলার না । তবুও বলবো কারন এটা World এর অন্যতম সাড়াজাগানো App Everএটা কিন্তু ২০১০ সালে বেস্ট Mobile App হিসেবে Award পেয়েছে । So বলেই ফেলি ।
এটার নাম Instragram .
আমি কিন্তু এটার অনেক বড় Fan আচ্ছা এটার একটু Review দিব আজ । এটার নতুন Feature কি আছে ? এবং Others
এটা হল একটা Mobile Photo and video Sharing App যেটা একি সাথে আবার একটা Social Media App  আরও সহজ করে বলতে গেলে এটা একটা Facebook এর মত তবে Image Lover
দের জন্য । কিন্তু টার মানে এই না যে আপনি যখন ছবি তুলছেন তখন তাতে কোণ Comments দিতে পারবেননা । এটার মুল Idea যেটা এটা হল ৪ কোনা একটা Frame যেটা একদম শুরুর দিকে Poloride Camera যখন ছিল তখন Instant ফটো তোলার জন্য ব্যাবহার হত ওই ক্যামেরা অখান থেকে মানে Instant থেকে Instragram নামটি নেয়া হয় । এটা ৪ কোনা একটা Frame create করবে এবং আপনি এতে ছবি তুলতে পারবেন । এটা আপনি Instragram এ পোস্ট করতে পারবেন এবং সাথে necessary কিছু edit করতে পারবেন । প্রথম দিকে তাদের Service এ যে সুবিধা গুলো ছিল Interesting কিছু Filter ছিল যারা Filter মানে এখনো বুঝেন নি তাদের বলবো Filter বলতে বোঝায় ছবির Tone বা Colure. মানে ধরুন আপনি ছবি টা Dark থেকে White করবেন এরকম কিছু । আপনি যদি Photoshop বা অন্য কিছুতে Edit করতে চান তবে অনেক সময় সাপেক্ষও বেপার তাছারও অনেক ঝামেলাও বটে । কিন্তু Instragram এ আপনি Photo তুলে সাথে সাথে Photo Edit করে দিতে পারবেন । এটাতে শুরুর দিকে Default ৮ থেকে ৯ Filter ছিল কিন্তু ২০১৩ তে এটার নতুন একটা Update এসেছে । এখন তারা এটাতে Basic কিছু Tools and Editing Option Add করেছে । যেমন এখন আপনি Brightness and contrast অথবা Sharpness অথবা Darkness and warm and saturation  বাড়াতে বা কমাতে পারবেন । আবার ফটো হাইলাইট করতে পারবেননা। মানে ফটো বেশি ব্রাইট চাচ্ছেন না সেটা ঠিক করতে পারবেন। আরও একটা আছে যেটা হল Shadow. বর্তমানে একটা জিনিস পরিবর্তন এনেছে যেটা হলও আগে ফটোটে Filter দিলে আর চেইঞ্জ করা যেত না কিন্তু নতুন Update হল আপনি Double tab করলে সেখানে একটা Slider থাকে অখান থেকে আবার Change করতে পারবেন। এটা ব্যাবহার করা যাবে windows(beta), android, IOS . আবার আপনি এটাটে Facebook, twitter বা tumblr এ ট্যাগ করতে পারবেন । এতে করে আবার Facebook এ গিয়ে ফটো Upload করতে হবে না। এখান থেকেই অটো আপলোড হয়ে যাবে।  আমি একটা লিঙ্ক দিচ্ছি এখান থেকে আপনি ওটা Download করে account থাকলে ভাল এখানে ধুঁকতে পারবেন আর না থাকলে account বানিয়ে নিন আজি। Now take your super photo and upload on instragram. :D
ভাল থাকবেন। এবং সাথে থাকবেন। আল্লাহ হাফিজ
SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।