টেঁকি খবর : Tech News



আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন । আবার ও আপনাদের সামনে হাজির হলাম সপ্তাহের টেঁকি খবর নিয়ে মানে Tech News
আচ্ছা কথা না বাড়িয়ে আমি লিখায় জাই আপনারা পরা শুরু করেন । ;)
projuktir poka
প্রযুক্তির পোকা
১ম খবর : প্রতি বারের মত আজকেও শুরু করব পুরান খবর দিয়ে। I phone 6 and I phone 6 + .৯/৯/২০১৪ বের হয়েছে নতুন আইফন ৬ । নতুন অনেক প্রযুক্তিতে ভরা এই ফোন টি যে প্রযুক্তি গুলা থাকছে তার সামান্য কিছু বলবো । যারা আইফন চালান বা এর সম্পরকে মুটামুটি ধারনা আছে তারা কিন্তু জানেন যে আইফন সবসময় তাদের ফোন এ নতুন Technology টে প্রাধান্য দিয়ে থাকে। ( তাই এবার ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিছে Front আর rare ১.৩ :D )
তবে তাদের Sensor বড় বিধায় ফটো অনেক ভাল আসবে  . এবার তাদের ডিসপ্লে হবে আইফন ৬ এ ৪.৭ ইঞ্চি  এবং আইফন ৬ প্লাস এ ৫.৫ ইঞ্চি  । এছারা এটার ওজনও অনেক কমছে। (Maybe জিম করায়ছে। :D )
এটার Internel memory হচ্ছে ৬৪ জিবি । ১.৪ গিগাহার্জ Processor  তবে মন খারাপ করার কিছু নেই কারন এর সাথে আসছে IOS 8 । ৮ কে নতুন করে ঢেলে সাজানো হয়েছে । এটার Coding Totally different language (Swift code) python based. আবার কেও সাপের নাম ভাব্বেনা । এটা একটা প্রগামিং Language । এটার দাম হয়ত পরবে ৭২ থেকে ৭৫ হাজার । :O তবে এটার একটা নতুন যে প্রযুক্তি থাকবে আপনাকে আর Password মনে রাখতে হবেনা , শুধুমাত্র আপনার হাতে Fingerprint match হলেই Automatically Password চিনে লগ ইন হয়ে যাবে। এছারাও আরও অনেক প্রযুক্তি দিয়ে ভরা থাকছে । পরের বার আরও Detail দেয়ার চেষ্টা করব ।
২য় খবর : আসছে নতুন Android L . আসছে বললে ভুল হবে Already এটা available আছে Nexus 5 and Nexus 7 এ । Android L এ তেমন কিছুই পাল্টানো হয়নি । যেগুলো পাল্টানো হয়েছে যেমন নতুন এবং অনেক Lock screen , Notification system, dynamic ‘head’s up’ notification, 3D  multi touch screen , New 3D design, New navigation tab design, 64 bit CPU support   ইত্যাদি 
projuktirpoka
প্রযুক্তির পোকা
তবে এল একটু হয়ত Slow হতে পারে । Gmail কেও নতুন Design দেয়া হয়েছে ।
মোটামটি যতটুকু জানতে পেরেছি ততটুকু জানালাম। পরে আরও জানলে আরও বিশ্লেষণ করে দেয়ার চেষ্টা করব ।
৩য় খবর : অনেকেই Google Glass সম্পর্কে জানেন। না জানলে আমার এই পোস্টটি পড়ুন।  এটার আগেন Design টা তেমন ভাল ছিলনা। তবে সম্প্রতি তারা নতুন নতুন Design , New frame করেছে জাতে করে এখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আগের থেকে। 
projuktirpoka
প্রযুক্তির পোকা
৪র্থ খবর : সম্প্রতি এক জরিপে পাওয়া গেছে মাত্র ৫% মানুষ নতুন Iphone কিনবে । কারন নতুন আইফন যতটাই ভাল কিছু দিকনা কেন। Android এ মানুষ যতটা সুবিধা আর Facility পেয়েছে সেটা নতুন আইফনে পাবেনা ।  
আর কোনো খবর পেটে  নাই রে ভাই যা ছিল ঢেলে দিছি। ভাল থাকবেন । আল্লাহ হাফিয ।

SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।