কম্পিউটারের গতি বাড়বে হাজার গুণ !
বর্তমানে প্রচলিত কম্পিউটারের চেয়ে গতিশীল, ছোট, পরিবেশবান্ধব ও হাজার গুণ বেশি কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটার তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন একদল প্রযুক্তি গবেষক। তবে এ ক্ষেত্রে কম্পিউটারে সিলিকনের পরিবর্তে এমন কোনো পদার্থ ব্যবহার করতে হবে, যা বিভিন্ন বৈদ্যুতিক শক্তির তার তম্যে নিজের অবস্থা পাল্টাতে পারে। গবেষকদের মতে, এখনকার কম্পিউটারের আকৃতি,
প্রসেসরের গতি এবং স্মৃতির (মেমোরি) সীমাবদ্ধতা দূর করা যাবে যদি যন্ত্রটিতে সিলিকনের পরিবর্তে ‘অবস্থা পরিবর্তনকারী পদার্থ’ (পিসিএম) ব্যবহার করা হয়। এ ধরনের পদার্থ বিভিন্ন বৈদ্যুতিক শক্তির তারতম্যে নিজের অবস্থাও বদল করতে পারে। স্ফটিকের মতো অবস্থায় থাকলে এটি বিদ্যুৎ পরিবাহী এবং কাচের মতো অবস্থায় থাকলে অন্তরক হিসেবে কাজ করে। এ অবস্থার পরিবর্তনে লাগে সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগেরও কম সময়।
সিলিকনের বিকল্প পিসিএম এমন একটি বস্তু যা একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে যায় এবং কঠিন অবস্থায় পরিণত হয়। এটি যখন অবস্থার পরিবর্তন করে তখন বিপুল পরিমাণ শক্তি সংরক্ষণ ও নির্গত করতে পারে।
পিসিএমভিত্তিক প্রসেসরের নকশা তৈরিতে অংশ নিয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ, সিঙ্গাপুরের ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের একদল গবেষক। এতে নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব কেমব্রিজ এর রসায়ন বিভাগের গবেষক স্টিফেন এলিয়ট। এ গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী প্রসিডিংস অব ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস।
গবেষকেরা অক্সিজেন, সালফার ও অপর কয়েকটি পদার্থের যৌগ পিসিএম হিসেবে ব্যবহার করেছেন। এটি নির্দিষ্ট বৈদ্যুতিক ভোল্টে এক ন্যানোসেকেন্ডের অর্ধেক সময়ে গলে যায় ও স্ফটিক অবস্থায় পরিণত হয়। ন্যানোসেকেন্ড হলো এক সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগ সময়।
পিসিএমভিত্তিক যন্ত্রে অনুদ্বায়ী স্মৃতিকোষে গাণিতিক বিশ্লেষণ করা যায়। এতে একটি নির্দিষ্ট পরিমাণ ও অতি ক্ষুদ্র ভোল্টেজের তড়িৎ ব্যবহার করা হয়। সিলিকনভিত্তিক যন্ত্রে এটি অসম্ভব। পিসিএম যন্ত্রে প্রসেসর ও মেমোরি একই সঙ্গে অবস্থান করে, সিলিকনভিত্তিক কম্পিউটার এর মতো আলাদা নয়। তাই বর্তমান সময়ের গড়পড়তা ল্যাপটপ কম্পিউটারের চেয়ে এসব যন্ত্রে গাণিতিক বিশ্লেষণ সম্পন্ন হয় ৫০০ থেকে এক হাজার গুণ দ্রুতগতিতে। আর বিদ্যুৎ খরচও হয় অনেক কম।
স্টিফেন এলিয়ট বলেন, বর্তমানে বহুল ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন ও ট্যাবলেট কম্পিউটার এর প্রসেসর গাণিতিক বিশ্লেষণমূলক অংশটি সিলিকনভিত্তিক। আর মেমোরি অংশটুকুও সিলিকনের। দ্রুত কাজ করতে পারে এমন যন্ত্রের চাহিদা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। কাজেই যুগের চাহিদা অনুযায়ী দ্রুতগতির কম্পিউটার যন্ত্র তৈরিতে সিলিকনের বিকল্প ব্যবহার করতেই হবে। আর এই পরিবর্তনের অন্যতম উপায় হতে পারে পিসিএমভিত্তিক যন্ত্র।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।