ড্রপ টেস্টে ডিসপ্লে ভেঙ্গে গেলো আইফোন ৬ এর !!!




৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার পর ১৯ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে আইফোন ৬ এবং ৬ প্লাস-এর। আর এর মধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠান সেরে নিয়েছে ড্রপ টেস্টের কাজটি। তবে ড্রপ টেস্টের ফলাফল হতাশই করেছে সবাইকে।


ড্রপ টেস্টের ফলাফল বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ম্যাশেবল জানিয়েছে, বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে ফোন দুটির ডিসপ্লে। নানা উচ্চতা এবং কৌণিক দিক থেকে এটি ফেলা হয়েছে মেঝেতে। এতে দেখা গেছে, কেসিংয়ের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে অধিকাংশ ক্ষেত্রেই ডিসপ্লে ফেটে চৌচির।

ভিডিওতে দেখা গিয়েছে, ১০ ফিট উপর থেকে ফেলার পরও অক্ষত ছিল এটি। তবে বিপত্তি ঘটে তখনই যখন ডিসপ্লে নিম্নমুখী ছিল। বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই পরীক্ষা চালিয়েছে এবং প্রতিক্ষেত্রেই ফলাফল প্রায় একই।

Video Link :
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=JS8f-hVsDzA

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eGxlm82hWDM
SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।