নোট প্যাডের মজা দেখুন



আসসালামু আলাইকুম । সবাইকে সুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট । আজ হরতাল যারা বাসায় আছেন তাদের সময় কাটানোর জন্য এই কৌশল গুলো প্র্যাকটিস করতে পারেন ।
৫টি নোটপ্যাড কৌশল যা আপনাকে বিস্মিত করবে
আপনি কি ভাবেন নোটপ্যাড দিয়ে শুধু লেখা Edit  করা যায় ? আপনি কি শুধু ডাটা সগ্রহের জন্য নোটপ্যাড ব্যাবহার করেন ? যদি হ্যা হয় তাহলে আপনি আপনার নোটপ্যাড এর ব্যাবহার ঠিকমত করছেন না । নোটপ্যাড দিয়ে অনেক ভাল ও তাক লাগানো কাজ করা সম্ভব । যা আপনাকে করে তুলতে পারে একজন অভিজ্ঞ নোটপ্যাড ব্যাবহারকারী ।
নোটপ্যাডঃ
নোটপ্যাড উইন্ডোজ এর একটি বিল্ড-ইন প্রোগ্রাম । কিন্তু আজ আমি আপনাদের ৫টি মজার নোটপ্যাড কৌশল শেখাবো যেগুলো আপনি কম্পিউটার এর কোন ক্ষতি ছাড়াই কাজ করবে । আমি যেই কৌশল গুলো শেখাবো এগুলো আপনার কম্পিউটার এর কোন ধরনের ক্ষতি করবে না,যদি আপনি এই কৌশল গুলো ভালভাবে রপ্ত করতে পারেন তাহলেই আমার লেখা সার্থক হবে ।
১. ম্যাট্রিক্স ইফেক্ট:
ম্যাট্রিক্স মুভি বা প্রগ্রামিং এ অনেকে দেখেছেন সবুজ কালারের লেখা গুলো কেমন দ্রুত চেঞ্জ হচ্ছে । মনে হচ্ছে কাজগুলো কত তাড়াতাড়ি হচ্ছে । কিন্তু নোটপ্যাড দিয়ে এই প্রথম কৌশল টা দেখাবো স্টেপ বাই স্টেপ ।
স্টেপ ১. নোটপ্যাড ওপেন করুন ।
স্টেপ ২. এখন নিচের কোড গুলো কপি করুন ।
@echo off

color 02

:start

echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%

goto start

স্টেপ ৩. এবার কোডগুলো নোটপ্যড এ পেস্ট করুন এবং Save এ ক্লিক করুন ।
স্টেপ ৪. Saveএ ক্লিক করলে ফাইলটি Matrix.bat নামে All Files  সিলেক্ট করে যেকোনো ড্রাইভ এ সেভ করুন ।
স্টেপ ৫. ফাইলের লোকেশন টা মনে রাখুন এবং সেভ ফাইলটিতে ডাবল ক্লিক করুন দেখুন কেমন মজা পান
২. ভূত লিখবে আপনার কীবোর্ড দিয়ে:
এই কৌশল দিয়ে আপনি নোটপ্যাড কে অটোম্যাটিক বানিয়ে ফেলতে পারেন । এটি দ্বারা যেকোনো লেখা অটোম্যাটিক লিখবে নোটপ্যাড আপনি শুধু কমান্ড করবেন ।
স্টেপ ১. নোটপ্যাড ওপেন করুন ।
স্টেপ ২. এখন নিচের কোড গুলো কপি করুন ।
set wshshell = wscript.CreateObject(“wScript.Shell”)
wshshell.run “Notepad”
wscript.sleep 400
wshshell.sendkeys “C”
wscript.sleep 100
wshshell.sendkeys “R”
wscript.sleep 120
wshshell.sendkeys “E”
wscript.sleep 200
wshshell.sendkeys “A”
wscript.sleep 100
wshshell.sendkeys “T”
wscript.sleep 140
wshshell.sendkeys “I”
wscript.sleep 100
wshshell.sendkeys “V”
wscript.sleep 50
wshshell.sendkeys “E”
wscript.sleep 120
wshshell.sendkeys ” “
wscript.sleep 170
wshshell.sendkeys “I”
wscript.sleep 100
wshshell.sendkeys “T”
wscript.sleep 120
wshshell.sendkeys ” “
wscript.sleep 160
wshshell.sendkeys “L”
wscript.sleep 200
wshshell.sendkeys “td”
wscript.sleep 100
স্টেপ ৩.Save এ ক্লিক করলে ফাইলটি Trickslove.vbsনামে All Files  সিলেক্ট করে যেকোনো ড্রাইভ এ সেভ করুন ।
স্টেপ ৫. ফাইলের লোকেশন টা মনে রাখুন এবং সেভ ফাইলটিতে ডাবল ক্লিক করুন দেখুন কেমন মজা পান
৩.কথা বলবে আপনার কম্পিউটার:

উপরের কোড দিয়ে আপনি নোটপ্যাড কে অটোম্যাটিক বানিয়েছেন এবার নোটপ্যাড দিয়ে আপনার কম্পিউটার কে কথা বলান । যা লিখবেন তাই বলবে কম্পিউটার ভেবেছেন কখনও ?
স্টেপ ১. নোটপ্যাড ওপেন করুন ।
স্টেপ ২. এখন নিচের কোড গুলো কপি করুন ।
Dim message, sapi
message=InputBox(“What do you want me to say?”,”Speak to Me”)
Set sapi=CreateObject(“sapi.spvoice”)
sapi.Speak message
স্টেপ ৩.Saveএ ক্লিক করলে ফাইলটি Speak.vbs নামে All Files  সিলেক্ট করে যেকোনো ড্রাইভ এ সেভ করুন ।
স্টেপ ৫. ফাইলের লোকেশন টা মনে রাখুন এবং সেভ ফাইলটিতে ডাবল ক্লিক করুন একটা বক্স আসবে ওইখানে যা লিখবেন তাই বলবে আপনার কম্পিউটার ।
৪. কীবোর্ডের লাইটকে বানান মিউজিক বাল্বঃ 
এই কৌশলটি আপনার মজা আরও বাড়িয়ে দেবে । এর মাধ্যমে আপনি আপনার কীবোর্ডের  Numlock,CapslockএবংScroll lock লাইট গুলো মিউজিক লাইটের মত জ্বলবে আর নিভবে ।
স্টেপ ১. নোটপ্যাড ওপেন করুন ।
স্টেপ ২. এখন নিচের কোড গুলো কপি করুন ।
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{CAPSLOCK}”
wshshell.sendkeys “{NUMLOCK}”
wshshell.sendkeys “{SCROLLLOCK}”
loop
স্টেপ ৩.Saveএ ক্লিক করলে ফাইলটি Led.vbs নামে All Files  সিলেক্ট করে যেকোনো ড্রাইভ এ সেভ করুন ।
স্টেপ ৫. ফাইলের লোকেশন টা মনে রাখুন এবং সেভ ফাইলটিতে ডাবল ক্লিক করুন দেখুন কেমন মজা পান
কিভাবে বন্ধ করবেন লাইট গুলোঃ টাস্ক ম্যানেজার ওপেন করুন (CTRL+ALT+DELETE)wscript.exe এই প্রোগ্রামটি সিলেক্ট করে End Procces করে দিন ব্যাস বন্ধ হয়ে যাবে আপনার মিউজিক বাল্ব ।
৫. ৯/১১ আক্রমণ:
World Trade Center এ যে বিমান হামলা হয়েছিল তা দেখতে পারেন নোটপ্যাড এর এই কৌশল অবলম্বন করে ।শুধু মজা করার জন্য ।
স্টেপ ১. নোটপ্যাড ওপেন করুন ।
স্টেপ ২. টাইপ করুন Q33N
স্টেপ ৩. ক্লিক Format > Font> and Select font as “Wingdings”  ফন্ট সাইজ ৭২ করে দিন । দেখুন । এটা সবার কাছে ভাল নাও লাগতে পারে ।
যেই কৌশল গুলো আজ দেখালাম জানি সবার ভাল নাও লাগতে পারে তবে কেউ যদি এই কৌশল গুলো জেনে উপকৃত হন তাহলে লেখাটা সার্থক হবে ।


SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।