স্যানডিস্ক নিয়ে এলো সবচেয়ে বড় ৫১২ গিগাবাইট মেমোরি কার্ড






ডিজিটাল স্টোরেজ নির্মাতা স্যানডিস্ক সম্প্রতি  ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা সম্পন্ন এসডি মেমোরিকার্ড তৈরির  ঘোষণা দিয়েছে।এক্সট্রিম প্রো এসডিএক্সসি মডেলের এই কার্ডটি হতে যাচ্ছে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি তথ্য ধারণক্ষমতা সম্পন্ন এসডি কার্ড। স্যানডিস্কের নতুন এই কার্ডটি ফোরকে মানের হাই-রেস্যুলেশন ভিডিও ও ফটোগ্রাফির জন্য বেশ উপযোগী।এই স্যানডিস্ক মেমোরি কার্ডটির দাম ৮০০ ডলার। কোম্পানিটির ৫১২ মেগাবাইট সাইজের মেমোরি কার্ড বাজারে আসার প্রায় এক দশক পর ১ হাজার গুণ বেশি ধারণক্ষমতা সম্পন্ন এই কার্ডটি বাজারে আসছে।
SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।