সনির স্মার্টগ্লাস
আগামি বছরেই আসছে সনির স্মার্টগ্লাস -
স্মার্টগ্লাস বাজারে গুগলের সঙ্গে টক্কর দিতে আসছে সনি। আগামী বছর ‘স্মার্ট আইগ্লাস’ বাজারে আনতে যাচ্ছে জাপানের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ডিভাইসটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণাও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সনির তৈরি স্মার্টগ্লাসে আছে ৩ মেগাপিক্সেলের ক্যামেরা, লাইট সেন্সর, ইলেকট্রনিক কম্পাসসহ আধুনিক সব ফিচার। এছাড়া গুগল গ্লাসের সকল ফিচার থাকবে সনির এই স্মার্টগ্লাসটিতে। গুগল গ্লাস থেকে আরও উন্নত কিছু দেয়ার লক্ষ্যে নিত্য নতুন ফিচারযুক্ত করতে এখনো কাজ করছে সনি।
সনির পাশাপাশি সম্প্রতি চীনের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বাইডু সম্প্রতি ‘বাইডু আই’ নামে স্মার্টগ্লাস আনুষ্ঠানিকভাবে উম্মোচন করেছে। বাইডু আই অনেকটা গুগল গ্লাসের মতই কাজ করবে। তবে এতে কোনো অপটিক্যাল ডিসপ্লে নেই। ডিভাইসটিতে শব্দ ধারনের জন্য আছে ইয়ারপিস এবং ছবি তোলার জন্য এতে আছে ক্যামেরা।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, সামনের দিনগুলোতে পরিধেয় প্রযুক্তিপন্যের জনপ্রিয়তা বাড়বে আর তাই টেক জায়ান্টগুলো নজর দিচ্ছে পরিধেয় ডিভাইসের দিকে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।