অ্যাপল-গুগলের ঠোকাঠুকিতে লাভ গ্রাহকের -
ব্যবহার কারীদের তথ্য সুরক্ষা নিয়ে গুগল আর ফেসবুককে খোঁচা দিয়েছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী। খোঁচা খেয়ে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গুগল।
‘অ্যান্ড্রয়েড এল’নামে পরবর্তী প্রজন্মের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীর ডেটা সুরক্ষার জন্য এনক্রিপ্ট করার বিশেষ সুবিধা আনছে গুগল। এর ফলে পাসওয়ার্ড না জানা কারও পক্ষে ব্যক্তিগত তথ্যে নজরদারি করার বিষয়টি কঠিন হয়ে দাঁড়াবে।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণে বাই ডিফল্ট ডেটা এনক্রিপ্ট হবে। এতে স্মার্টফোনে জমা রাখা তথ্যের নিরাপত্তার আরও একটি বাড়তি স্তর যোগ হবে।
সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অ্যাপলও স্বয়ংক্রিয় ডেটা এনক্রিপশন প্রযুক্তি চালু করেছে। অ্যাপল জানিয়েছে, তাদের আইওএস৮ সফটওয়্যার চালিত পণ্যগুলো বাই ডিফল্ট এনক্রিপ্ট হবে এবং এতে স্বয়ং অ্যাপলের পক্ষেও ঢোকা সম্ভব হবে না।
অ্যাপল ও গুগল দুটি প্রতিষ্ঠানই ডেটা এন ক্রিপশন সেবা দিচ্ছে বেশ কিছুদিন ধরেই। তবে ওই সেবা সম্পর্কে বিস্তারিত জানতেন না ব্যবহারকারীদের অনেকেই। আর ‘ডিফল্ট এনক্রিপশন’ সেবাও দুটি প্রতিষ্ঠানের জন্যই প্রথম।
গুগলের এক মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, ‘পরবর্তী অ্যান্ড্রয়েড আইওএসে ডিফল্ট এনক্রিপশন ফিচার থাকবে। ফলে অ্যান্ড্রয়েড ডিভাইস কেনার পর সেটায় আলাদা করে এনক্রিপশন চালু করতে হবে না ব্যবহারকারীকে।’
এর আগে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছিলেন, অ্যাপলের দর্শন ভিন্ন।আমাদের দর্শন হচ্ছে, ব্যবহারকারীর উন্নত অভিজ্ঞতা নিশ্চয়ই তাঁদের প্রাইভেসির বিনিময় নয়।
আইওএস চালিত সব পণ্যে ডিফল্ট এনক্রিপশন চালু করার পর ফেসবুক ও গুগলকে খোঁচাও দিয়েছেন অ্যাপলপ্রধান। তিনি বলেন, গ্রাহকের তথ্য সংগ্রহ করে তার বিনিময়ে অর্থ আয় করতে হয় না অ্যাপলকে। অ্যাপল আইক্লাউড বা আইফোনে জমা রাখা তথ্য দিয়ে অর্থ আয় করে না। এমনকি ব্যবহারকারীদের কাছে কোনো কিছু বেচার জন্য তাঁদের মেইল বা বার্তা পড়তেও হয় না। যদিও আইঅ্যাড নামে অ্যাপলের বিজ্ঞাপন ব্যবসা রয়েছে কিন্তু এই ফাংশনটি ব্যবহারকারী চাইলে নিষ্ক্রিয় করে রাখতে পারেন।
অ্যাপলের খোঁচা খেয়ে প্রাইভেসি নিয়ে গুগল দ্রুত তাদের অবস্থান ব্যাখ্যা করে। এমনকি অ্যাপলের মতো গুগলও ডিফল্ট এনক্রিপ্ট করার সুবিধা যুক্ত করার কথা জানিয়েছে। গুগলের এক মুখপাত্র বলেন, তিন বছরের বেশি সময় ধরে অ্যান্ড্রয়েড এনক্রিপশন সুবিধা দিচ্ছে। এখন গুগল এমন একটি ফিচারের নকশা করছে, যাতে স্মার্ট ফোনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপ্ট হয়ে যাবে। কেবল যার কাছে স্মার্টফোনের পাসওয়ার্ড থাকবে, সেই স্মার্ট ফোনে রাখা তথ্যে নজরদারি করতে পারবে।
বিবিসি জানিয়েছে, আদতে এ ক্ষেত্রে ব্ল্যাকবেরির পদাঙ্কই অনুসরণ করছে অ্যাপল ও গুগল। অ্যান্ড্রয়েডের আগে থেকেই ব্ল্যাকবেরিতে ‘ডিফল্ট এনক্রিপশন’ সেবা চালু ছিল ।
গুগল জানিয়েছে, স্বয়ংক্রিয় এনক্রিপশন প্রযুক্তি চালু করতে দীর্ঘ সময় লেগেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নজরদারির খবর ফাঁস হওয়ার পর থেকে মার্কিন প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলো গ্রাহক সুরক্ষায় নজরদারি ঠেকানোর যে পরিকল্পনা নিয়ে কাজ করছে , গুগলের পদক্ষেপ তারই একটি অংশ। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রো সফট, অ্যাপল, ফেসবুক, গুগলের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনেক দিন ধরেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে মার্কিন সরকারের বিরুদ্ধে লড়ছে।
ক্যাসপারস্কি ল্যাবের বিশেষজ্ঞ ডেভিড এম বিবিসিকে জানিয়েছেন, স্বয়ংক্রিয় এনক্রিপশন প্রযুক্তি যতটা না সুরক্ষার, তার চেয়ে বেশি প্রাইভেসিবিষয়ক। এটা হয়তো আইওএস বা অ্যান্ড্রয়েডচালিত পণ্যে থার্ড-পার্টির কাছে আপনার ব্যক্তিগত তথ্য পাচার ঠেকিয়ে কিছুটা প্রাইভেসি সুরক্ষা দিতে পারবে। তবে ক্লাউডে তথ্য রাখার ক্ষেত্রে আপনার ঝুঁকি থেকেই যাচ্ছে।
কীভাবে এনক্রিপ্ট করবেন?
স্বয়ংক্রিয় এনক্রিপ্ট সুবিধা আসার আগে কীভাবে এনক্রিপ্ট করবেন অ্যান্ড্রয়েড? আপনার পণ্যের সব ডেটা এনক্রিপ্ট করার সুবিধা দেয় অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সেটিংস থেকে ডেটা এনক্রিপ্ট করা যায়। এতে মোবাইল বা ট্যাব প্রতিবার চালু করার সময় ডেটা বা তথ্যে ঢুকতে আলাদা করে পাসওয়ার্ড ও পিন দেওয়ার প্রয়োজন পড়ে। এনক্রিপশন করা থাকলে ফোন যদি দুর্বৃত্তের হাতেও পড়ে এবং একবার বন্ধ করে তা আবার চালু করে তবে পিন বা পাসওয়ার্ড ছাড়া তথ্য চুরি করতে পারবে না। অবশ্য ডেটা এনক্রিপশন করলে ফোনের গতি কিছুটা কমে যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনটিকে এনক্রিপ্ট করতে প্রথমে সেটিংসে যান। সেটিংস থেকে সিকিউরিটিতে গিয়ে এনক্রিপ্ট ফোন নির্বাচন করে দিলে ফোন এনক্রিপ্ট করা হয়ে যাবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।