সপ্তাহে এক কোটি!

বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, এবার অ্যাপেল তার পূর্ব রেকর্ড ৯ মিলিয়নের ঘর ছুঁতেও ব্যর্থ হবে। কিন্তু বাস্তবে তাদের ধারণা ভুল প্রমানিত হয়েছে। দশ মিলিয়ন বা এক কোটিরও বেশি আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রি করে অ্যাপেল প্রথম সপ্তাহান্তেই সর্বোচ্চ সংখ্যক বিক্রয়ের স্থানটি দখল করে নিয়েছে। এটি ছিল কোম্পানিটির জন্যে এক নতুন রেকর্ড। গতবছর প্রথমবারের মতো আইফোন ৫এস ও আইফোন ৫সি বাজারে এলে প্রথম সপ্তাহে তাদের বিক্রির রেকর্ড ছিল ৯০ লাখ।


গত সোমবার সপ্তাহের শুরুর দিনে অ্যাপেল-এর প্রধান নির্বাহী টিম কুক এক বিবৃতিতে জানিয়েছেন যে, তাদের কোম্পানি ক্রেতাসাধারণের চাহিদা অনুযায়ী ফোনের সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে। তবে এটা কোন অনুযোগের কথা ছিল না। তার বক্তব্যে তিনি বলেছেন, ‘বাজারে আনার প্রথম সপ্তাহান্তে আইফোন ৬ ও আইফোন ৬ প্লাস এর বিক্রির এই হার আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা এরচেয়ে বেশি খুশি আর হতে পারতাম না। ..আরো বেশি সরবারাহ করা গেলে বিক্রয় সংখ্যা আরো বৃদ্ধি পেতো।” ‘সর্ব্বোচ্চ সংখ্যার বিক্রয় সীমা স্পর্শ করে বিগত দিনের সকল রেকর্ডকে ভেঙ্গে দেয়ার’ জন্যে তিনি তাদের সকল ক্রেতাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তার দাবী আগের যে কোন সময়ের চেয়ে তাদের এবারের ফোন গুনগতমানের সবচেয়ে বেশি উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে বলেই নতুন রেকর্ড সৃষ্টি সম্ভব হয়েছে।
বর্তমানে অ্যাপেল’এর কর্মীবাহিনী অর্ডার অনুযায়ী যতো তাড়াতাড়ি সম্ভব ক্রেতার হতে ফোন তুলে দেয়ার জন্যে কঠিন পরিশ্রম করে যাচ্ছে।
SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।