গুগলের পরবর্তী ৬৪-বিটের নেক্সাস ট্যাবলেট তৈরি করবে এইচটিসি। ধারণা করা
হচ্ছে এর নামকরণ করা হবে নেক্সাস ৯ যা ৬৪-বিটের এনভিডিয়া চিপে চলবে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে,
গুগলের ৬৪-বিট ভার্সনের অ্যান্ড্রয়েড চালিত প্রথম ডিভাইসটি হবে এইচটিসি’র
তৈরি একটি ট্যাবলেট। এর আগে নানা প্রান্ত থেকে নেক্সাস ৯ নিয়ে নানা গুঞ্জন
শোনা গেছে। কিন্তু গত সোমবার জানা যায়, একটি উচ্চ প্রযুক্তির ট্যাবলেট
প্রস্তুতির জন্যে যৌথভাবে কাজ করতে এইচটিসি’র প্রকৌশলীগণ এরই মধ্যে
মাউন্টেন ভিউতে অবস্থিত গুগলের প্রধান কার্যালয়ে গিয়ে পৌঁছেছেন। বিগত জুনে
গুগল এক ঘোষণায় বলেছিল তাদের অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সন হবে
অ্যান্ড্রয়েড এল। এটি হবে ৬৪-বিটের সক্ষমতায় পূর্ণ। কিন্তু বর্তমানে
ডেভেলপারদের জন্যে তাদের নতুন নতুন অ্যাপগুলি পরীক্ষা করার মতো ৬৪-বিটের
খুব বেশি ফোন বা ট্যাবলেট নেই। তাই ধারণা করা যেতেই পারে গুগল আগামীতে
অ্যান্ড্রয়েড এল সংস্করণের পাশাপাশি নতুন ৬৪ বিট নেক্সাস ডিভাইস অবমুক্ত
করার প্রস্তুতি নিচ্ছে।
ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তাইওয়ানের কোম্পানি এইচটিসির
তৈরি নেক্সাস ৯ হতে পারে ৮.৯ ইঞ্চির একটি ট্যাবলেট, ২গিগাবাইট র্যাম ও
এনভিডিয়া টেগরা কে১ প্রসেসর থাকবে এতে। অনুমান থেকে জানা যায় এর মূল্য
নেক্সাস ৭ এর চেয়ে অনেক বেশি - ২৩০ ডলারকেও অতিক্রম করবে। স্যামসাং-এর
তৈরি ৪০০ ডলারের নেক্সাস ১০ এর মতোই হবে নেক্সাস ৯ এর দাম।
আগামী মাসের শুরুতেই গুগল তাদের এই ডিভাইস সম্পর্কে ঘোষণা দিবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
- Blogger Comment
- Facebook Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।