ফটোশপের মাধ্যমে কিভাবে চোখের রঙ পরিবর্তন করা যায় । দেখুন এখানে ।





আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।
কথা না বাড়াই । আজ আমি আপনাদের শিখাব কিভাবে চোখের মনির রঙ পরিবর্তন করবেন। খুবই সোজা। শুধু আমার কথা অনুযায়ী কাজ করুন। তো চলুন শুরু করি।

প্রথমেই ফটোশপ ওপেন করি। এটা যেকোনো Version দারা কাজ করতে পারবেন।
আচ্ছা এবার আপনার চোখের ছবিটি ওপেন করুন। 


এরপর polygamy lasso tools টি ওপেন করুন। 

এবার একটু Zoom করে নিতে পারেন আপনার সুবিধার জন্য। 

এরপর চোখের মণিটুকু Select করুন।



এবার Imageমেন্যু থেকে  adjustment এ ক্লিক করে hue/situation টে ক্লিক করুন। 

এবার Cursor টি সরান দেখুন রঙ কিভাবে পরিবর্তন হচ্ছে।

কি সোজা তাই না। সোজা তাই সিখালাম। :D ;)
আচ্ছা আজকে এ পর্যন্তই। পরের বার দেখা হবে চোখের মধ্যে কিভাবে একটা ডিজাইন বসাবেন Copy paste এর মাধ্যমে ।
ভাল থাকবেন।

SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।