নানা ধরনের সেবা চালুর পর এবার
চিকিৎসাসেবায়
নামতে যাচ্ছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন
গুগল। এর ফলে শুধু প্রযুক্তি সেবাতেই
সীমাবদ্ধ থাকছে না গুগল।
চিকিৎসাসেবায় সবার আগে বৃদ্ধ
ব্যক্তিদের পাশে দাঁড়াতে শুরু
হচ্ছে গুগলের ‘কেলিকো’ নামের প্রকল্প।
ইতিমধ্যে শুধু চিকিৎসাসেবা দেওয়ার
জন্য এই নামে একটি প্রতিষ্ঠান চালু
করা হয়েছে। গুগলের সহ-
প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ
বিষয়টি নিশ্চিত করেছেন।
গুগলের সামাজিক যোগাযোগের
সাইট গুগল প্লাসে দেওয়া এক
পোস্টে ল্যারি জানিয়েছেন,
সামাজিক
যোগাযোগে ছবি শেয়ার আর
প্রযুক্তিগত সুবিধা ছাড়াও
কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ম
জীবনযাপন উন্নত করা যেতে পারে, তার
জন্যই কাজ করবে কেলিকো। শুরুতে শুধু
বার্ধক্যজনিত বিভিন্ন দিক ও রোগ
নিয়ে কাজ করবে কেলিকো।
পরবর্তী সময়ে অন্যান্য
চিকিৎসাসেবা নিয়েও কাজ শুরু
করা হবে বলে জানিয়েছে গুগল। এতে শুধু
চিকিৎসাই নয়, গবেষণা এবং উন্নয়নের
কাজও চলবে।
বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন রোগের
থেরাপি নিয়ে যেমন কাজ হবে,
তেমনি থেরাপিগুলো সবার
কাছে পৌঁছে দিতে পর্যাপ্ত
বিপণনব্যবস্থা করবে এই প্রতিষ্ঠান। এ জন্য
অ্যাবভিই নামের
একটি বায়োফার্মাসিউটিক্যাল
গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে গুগলের
যৌথভাবে কাজ করার কথাও
জানা গেছে। বাস্তবে গুগল যুক্তরাষ্ট্রের
সান ফ্রান্সিসকোতে একটি গবেষণা ও
উন্নয়ন কেন্দ্র খোলার
পরিকল্পনা করেছে। বয়স্ক ব্যক্তিদের
রোগ এবং এ-সংক্রান্ত থেরাপি ও নতুন
ওষুধ আবিষ্কার করতে প্রায় ১৫০
কোটি ডলারও বিনিয়োগ করা হবে।
কেলিকোর পরিচালনায় থাকছেন
জিনেনটেকের সাবেক চেয়ারম্যান
লেভিনসন ও সাবেক প্রধান স্বাস্থ্য
কর্মকর্তা হাল ভি ব্যারন। গুগলের এমন
উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
প্রযুক্তি বিশেষজ্ঞরা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।