মাইক্রোসফটের নতুন ক্যামেরা ফিচার

projuktirpoka
প্রযুক্তির পোকা


লুমিয়া স্মার্ট ফোনে নতুন ক্যামেরা ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। কম আলোতে উন্নত ছবি তুলতে নতুন ফিচার কাজে লাগবে। এই ফিচারের সাহায্যে ছবি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে দুটি ছবি ছবি উঠবে যার একটি হবে ফ্ল্যাশ ছবি। এরপর সফটওয়্যারের সাহায্যে ওই দুটি ছবি একসঙ্গে যুক্ত হয়ে একটি ছবিতে রূপান্তরিত হবে। ব্যবহারকারী স্ক্রিনের স্লাইড বারের সাহায্যে আলোর পরিমাণ ঠিকঠাক করে নেওয়ার সুযোগ পাবেন।

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইফা সম্মেলনে এই নতুন ক্যামেরা ফিচার সম্পর্কে জানিয়েছে মাইক্রোসফট।
এই ক্যামেরা ফিচার যুক্ত হচ্ছে লুমিয়া ৮৩০ স্মার্টফোনে। ৪ সেপ্টেম্বর ১০ মেগাপিক্সেল ক্যামেরার ‘লুমিয়া ৮৩০নামের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে মাইক্রোসফট। চলতি মাসেই বিভিন্ন দেশের বাজারে ৩৩০ ইউরোতে এই স্মার্টফোনটি পাওয়া যাবে।

লুমিয়া ৮৩০ স্মার্টফোনটিতে রয়েছে উইন্ডোহজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট জানিয়েছে, লুমিয়া ৮৩০ স্মার্ট ফোনটি হচ্ছে এখন পর্যন্ত মাইক্রোসফটের সবচেয়ে হালকা-পাতলা ফোন। সবুজ, ধূসর, কমলা ও সাদা রঙে বাজারে আসবে এই ফোনটি।

লুমিয়া ৮৩০ স্মার্টফোনটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের পিউরভিউ ক্যামেরা যাতে থাকবে কার্ল জেইস অপটিকস, এলইডি ফ্ল্যাশ, হালকা অপটি ক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা। এই স্মার্টফোনটির সামনে থাকছে এক মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে ইনবিল্ট ফিচার হিসেবে থাকবে নোটি ফিকেশন সেন্টার, লাইভ টাইলস, মাইক্রোসফট অফিস, ওয়ানড্রাইভ, কর্টানা, লাইভ ফোল্ডার, অ্যাপস কর্নারসহ হালনাগাদ গ্ল্যান্স স্ক্রিন ও অধিক নিরাপত্তা সুবিধা। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, এক জিবি র্যাম। এতে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ সুবিধা থাকছে। ২২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার এই স্মার্টফোনটি তারবিহীন চার্জিং সুবিধাও সমর্থন করে।

প্রসঙ্গত, আগে লুমিয়া ব্র্যান্ড ছিল নকিয়ার অধীনে। সম্প্রতি নকিয়ার মোবাইল ফোন বিভাগটি কিনে নিয়েছে মাইক্রোসফট। এখন লুমিয়া ব্র্যান্ডটি ব্যবহার করছে মাইক্রোসফট।
SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।