আর্টিকেল লিখে আয় . Earn from writing article

projuktirpoka
প্রযুক্তির পোকা


আজ আমি আর্টিকেল লিখে কিভাবে আয় করতে পারবেন তা নিয়ে আমার অভিজ্ঞগতার ভিতর থেকে আপনাদের বলবোএটি হল আমার আর্টিকেল লিখে আয় করার প্রথম পর্ব । 2 পর্বের এই পোস্টটিতে আজ থাকবে কিভাবে শুরু করবেন Article writingCarrier  যতটা সম্ভব সব Clear করে দেয়ার চেষ্টা করব । আশা করি ভুল হলে ধরিয়ে দিবেন এবং পোস্টটি মনোযোগ দিয়ে পরবেন
আমার মতে আর্টিকেল লেখার মত সহজ কাজ আর নেই।  আমরা অনেকেই এখন Freelancing করি । সবাই কিছু না কিছু পারি । কেও Web designer কেও SEO Expert আবার কেও বা App Developer
এখানে কিন্তু অনেকেই Article writer ও আছে । আর্টিকেল লিখে আয় করা অনেক সোজা মনে হলেও বেপারটা যখন কেও কাজ করে তখন সে বুঝে আসলেই কি এটা সোজা । এটাতে আমার মতে কারো Training ও করার প্রয়োজন পরেনা। আপনি সাধারন কিছু Rules মেনে যদি কাজ করেন তবে আপনিও একজন প্রোফেসনাল আর্টিকেল লেখক হতে পারবেন ।
আসুন দেখি আর্টিকেল Writer হতে কি কি যোগ্যতা লাগে । কি কি শিখতে হয় ?
১.আপনার কি ধৈর্য আছে ? যদি না থাকে তবে এ পেশা আপনার জন্য না । মুলত Freelancing এর কোণও কাজই আপনার জন্য না । Freelancing মানে এ নয় যে ওয়েব এ টাকা উড়ে । যে Freelancing ঢুকলাম আর বড়লোক হয়ে গেলাম। এখানে আপনাকে প্রচণ্ড ধৈর্যের পরিক্ষা দিতে হবে। অবশ্যই আপনারা জানেন ধৈর্যের ফল মিষ্টি হয়।
২. Research expert হওয়া । আপনাকে একজন প্রোফেসনাল আর্টিকেল লেখক হতে হলে অবশ্যই Research Expert হতে হবে । কারন আপনি যখনি কিছু নিয়ে লিখতে বসবেন তখন সেটা পুরটা ঘেঁটেই বসবেন। আপনিত অজানা তথ্য বা আজগুবি কথা লিখলে হবেনা। এছাড়াও আপনার Visitor রা যারা আপনার লিখা দেখবে অবশ্যই তারা ভাল কিছু দেখতে চাইবে। পুরো তথ্য জানতে চাইবে। আপনি যদি Research Expert না হন ভাল মত Research না করে আর্টিকেল লিখেন তবে সেটা যেমন তথ্য বহুল হবে না । আপনার পাঠক ও পরিবর্তিতে আপনার লেখা দেখবেনা।
৩.SEO সম্পর্কে Basic ধারনা।কেন এস ই ও জানতে হবে , কারন আপনার যদি এর সম্পর্কে ধারনা না থাকে তবে আপনি User Friendly বা SEO friendly Article লিখতে পারবেননা। এস ই ও কেন জানতে হবে ? আপনার পোস্টটি যদি মানসম্পন্ন এবং গুগল Friendly করে লিখতে চান তবে অবশ্যই জানতে হবে । তাছারা আপনার পোস্টটি পরবর্তীতে গুগলে আপনার Site বা আপনার লেখা দুইটাই Rank করতে Help করবে।
এছাড়াও আপনাকে English Expert না হলেও যাতে আপনার লেখাটি মানসম্মত হয় তবে অবশ্যই English জানা আবশ্যক ।
এবার আসি কিভাবে লেখা শুরু করবেন ?
বাংলাদেশে অনেক Article Writer আছে যারা শুধু মাত্র এ কাজ করে মাসে ৪০০০০ থেকে ৫০০০০ হাজার টাকা Income করছে এটা আমার বানানো গল্প না।
আপনি Odesk কিংবা Elance অথবা Feelancer বা People per hour এ খোঁজ নিয়ে দেখুন অনেক বাংলাদেশি এটাতে কাজ করছে ।
এছাড়াও শুধু মাত্র Article Writing এর জন্য অনেক আলাদা Marketplace আছে । যেমন Scuido , Payperpost, Hubpage এরকম আরও অনেক ।
আপনি শুধু এটাতে কাজ করে আপনার চাকরির চেয়েও অনেক টাকা আয় করতে পারবেন। এটা কোণও বানানো কথা না বরং আমি নিজেও অনেক ঘেঁটেছি এ নিয়ে ।
তাই কোণ কাজটি আপনি করবেন সেটা ভেবে দেখুন । তবে আগেই বলে রাখি এ কাজ যেমন শিখতে সময় লাগে না তেমন এ কাজ সবার জন্য নয়।
পরের পর্বে দেখা হবে কিভাবে শুরু করবেন ? কিভাবে শিখবেন ? এ নিয়ে একটা বিস্তারিত একটা পর্বে । ততদিনের জন্য ভাল থাকবেন ।
SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

2 comments:

আপনার মতামত প্রকাশ করুন ।