মৃত্যু, ধ্বংস, নৃশংসতায় ভরপুর রোমাঞ্চকর সব কম্পিউটার গেম

সবচেয়ে ব্যবসা সফল গেমগুলোর অন্যতম এ গেমে অবৈধ ও সন্ত্রাসী কর্মকা- করা যায়। তিনটি ভিন্ন চরিত্রে গেমটি খেলা যাবে। একজন রিটায়ার্ড চোর, একজন গ্যাং লিডার ও একজন মাদক ব্যবসায়ী নিয়ে অপরাধ জগতে বিচরণ শুরু করা যাবে এ গেমে।

মৃত্যুই মূল কাজ : ডার্ক সোলস ২
মৃত্যুই যে গেমের মূল কাজ। গেমটিতে গেমারকে হয়ে উঠতে হবে প্রতিপক্ষের থেকেও বেশি নিষ্ঠুর। এর ডেথ কাউন্টার মৃত্যুর হিসাব রাখবে। সব গেমার মিলে এ পর্যন্ত প্রায় দেড় কোটি বার মারা গেছেন এতে। জায়গায় জায়গায় শ্বাসরুদ্ধকর ও ভায়োলেন্ট কাটসিন দিয়ে গেমটিকে আরও ভীতিকর করে তোলা হয়েছে। মিশনগুলো সম্পূর্ণ করাও বেশ চ্যালেঞ্জিং।
ধারালো অস্ত্রের খেলা : শ্যাডো ওয়ারিয়র
তলোয়ার দিয়ে শত্রুদের কেটে ফেলার গেম শ্যাডো ওয়ারিয়র। ১৯৯৭ সালের একই নামের গেমের রিমেক এটি। ফার্স্ট পারসন শুটার গেম হলেও কাটানা তলোয়ার শত্রুবধে বেশি গুরুত্বপূর্ণ। জাদুর এ তলোয়ার দিয়ে দানব ও মানুষদের রীতিমতো বীভৎসভাবে টুকরা টুকরা করা যায়।
চূড়ান্ত নৃশংসতা : মর্টাল কমব্যাট
এক সময়ের 'আলট্রাভায়োলেন্ট' গেম ছিল মর্টাল কমব্যাট। বেশ কিছুদিন নির্জীব থাকার পর সম্প্রতি এটি আবার প্রাণ ফিরে পেয়েছে। কাছাকাছি গোত্রের জনপ্রিয় সিরিজ স্ট্রিট ফাইটারের চেয়ে মর্টার কমব্যাটের চরিত্রগুলো ও তাদের অ্যাকশন অনেক বেশি নিষ্ঠুর।মুখোমুখি শত্রুকে আগুনে পোড়ানো থেকে শুরু করে পাকস্থলী থেঁতলে দেয়া, হাড় ভেঙে গুঁড়া গুঁড়া করা, হাত-পা ভেঙে শরীর থেকে বের করে আনা, চাপাতি দিয়ে কোপানোসহ যত রকম নৃশংসতা সম্ভব প্রায় সবই আছে এতে।
দেবাতার সঙ্গে লড়াই : গড অব ওয়ার
স্বর্গ-নরক আর পৃথিবীতে দেবতাদের লড়াই নিয়ে বিখ্যাত ফ্যান্টাসি গেম সিরিজ গড অব ওয়ার। দেবতা ক্রেটোসকে নিয়ে এর কাহিনী, যার প্রতিশোধ নেয়ার ধরন খুবই দয়ামায়াহীন। হ্যাক অ্যান্ড সস্ন্যাশ ঘরানার গেম এটি, যেখানে বেশ কম্বো মার দিয়ে শত্রুকে প্রায় ছিন্নভিন্ন করে ফেলতে পারেন। বিশেষ পাওয়ার বা কম্বোর ওপর ভিত্তি করে খুবই নৃশংসভাবে শত্রুদের মারতে পারবেন।

গাড়ি নিয়ে ধ্বংসযজ্ঞ : বার্নআউট প্যারাডাইস
ধ্বংসযজ্ঞ চালানোর গেম এটি। গাড়ি ব্যবহার করে দুনিয়াকে ওলটপালট করে দেয়ার খেলা। যত উদ্যম রেস করতে পারবেন ও ভাংচুর করতে পারবেন, তত পয়েন্ট বাড়বে। অন্য গাড়িকে ধ্বংস করতে পারলে, খাদে ফেলে দিতে পারলে নতুন নতুন আপগ্রেড। এ ধরনের গাড়ির ভায়োলেন্স বর্তমানে আর কোনো গেমে নেই।

সূত্রঃ ডেইল মেইল

SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।