ভাবাই যায় না৷ মাত্র ৬ হাজার টাকায় ট্যাব
আনছে মাইক্রোসফট৷ মাইক্রোসফটের সঙ্গে
রয়েছে কুডুল নামে একটি সংস্থা রয়েছে৷ ডিসেম্বেরর ১ তারিখ
থেকে বাজারে আসবে
এই ফোন৷
তবে ওসলোর এই সংস্থাটিই সস্তায় ট্যাব
তৈরির মুল উদোক্তা৷ সংস্থাটির
তরফে জানানো হয়েছে,
নির্দিষ্ট গ্রাহকদের কাছে ট্যাব পৌঁছে দিতেই সংস্থাটির এই
প্রচেষ্টা৷
সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আমরা মাইক্রোসফটের সঙ্গে
কাজ করছি, ছোটদের
জন্য বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস তৈরির ক্ষেত্রে আমরা এই সংস্থার সঙ্গে কাজ শুরু করেছি৷
নতুন এই ডিভাইসটি আইপ্যাডের মিনি
সাইজ ট্যাবলেটের মত হবে৷
এছাড়াও সিম কার্ডের জন্য ভোডাফোন ও
টেলিনর সংস্থার সঙ্গে কথাও শুরু
করেছে তাঁরা৷ যাক ছোটদের ঘাড়ে বন্দুক রেখে আপনি ভাল একটা
ট্যাব পাচ্ছেন খুবই
অল্প দামে৷ এবার শুধু অপেক্ষা করুন৷মাত্র আর এক মাস পরেই পাওয়া যাবে ট্যাবটি৷
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।