টাইজেনে বিপুল লোকবল স্থানান্তর করলো স্যামসাং

স্যামসাং তাদের মোবাইল ডিভিশন থেকে ৫০০ জন প্রকৌশলীকে টাইজেন নিয়ে কাজ করার বিশেষ দায়িত্ব দিয়ে সংশ্লিষ্ট ডিভিশনে স্থানান্তর করেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, স্যামসাং তাদের মোবাইল ডিভিশন থেকে ৫০০ এর অধিক প্রকৌশলীকে অন্যান্য বিভাগ যেমন কনজুমার ইলেক্ট্রনিক্স, টিভি, নেটওয়ার্ক, প্রিন্টার, সফ্টওয়্যার উৎপাদনে সরিয়ে নিয়েছে। স্যামসাং-এর এই বিশাল সংখ্যক কর্মী স্থানান্তরের উদ্দেশ্য নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তাদের মোবাইল ডিভিশনের ভবিষ্যৎ কী সে প্রশ্ন এখন অনেকের। নিশ্চিত করে কিছু বলা না গেলেও এটুকু অনুমান করা যায় যে, এই রদবদল করা হয়েছে টাইজেনকে ‘ইন্টারনেট অব থিংস্ (আইওটি)’ এর প্লাটফর্ম হিসেবে এগিয়ে নেয়ার লক্ষ্য থেকে।

অ্যান্ড্রয়েডের চেয়ে টাইজেন ব্যবহারে বেশি আগ্রহী হওয়া স্বাভাবিক ভাবে গ্রহণ করা হলেও প্রকৃতপক্ষে স্যামসাং টাইজেনকে একটি কেন্দ্রিয় অপারেটিং সিস্টেমে পরিণত করতে চায় যাতে এর সাহায্যে তারা তাদের অন্যান্য স্মার্ট প্রোডাক্টকে আরো সামনে নিয়ে যেতে পারে। যেহেতু স্যামসাং তাদের স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেমে পরিবর্তন এনেছে তাই অন্যান্য ক্ষেতে একই পরিবর্তন এলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। মূলত অ্যান্ড্রয়েড এর ওপর গুগলের প্রভাব স্যামসাং-কে লিনাক্স ভিত্তিক আরেকটি মুক্ত অপারেটিং সিস্টেম টাইজেন ব্যব‌হারে আগ্রহী করেছে বলে মনে করা হচ্ছে।

SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।