চীনের লিনোভো মটোরোলা-কে কিনে নিলো
চীনের লিনোভো কোম্পানি গুগলের মটোরোলা মোবিলিটি ডিভিশনটি কিনে নিয়েছে। ২০১১ -তে গুগল ১২.৫ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করে মটোরোলার মোবিলিটি ডিভিশনটি। তবে লেনোভো মাত্র ২.৯ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করেছে মটোরোলা মোবিলিটি। স্বল্প মূল্যে হস্তান্তর করলেও, গুগল নিজেদের অধিকারে রেখে দিচ্ছে মটোরোলার যাবতীয় পেটেন্টের স্বত্বাধিকার। উল্লেখ্য, বিপুল সংখ্যক পেটেন্টের অধিকার হস্তগত করতেই গুগল ২০১১-তে সেসময়ের জন্য উচ্চমূল্যে ক্রয় করেছিল এই হার্ডওয়্যার কোম্পানি।
এ অধিগ্রহণের ফলে লেনোভো মটো ও ড্রয়েড-ব্র্যান্ডেড সব হ্যান্ডসেট এবং এর ৩,৫০০ জন কর্মীর দায়িত্ব নিল যাদের মধ্যে ২,৮০০ জন কর্মী আমেরিকায় বসে দায়িত্ব পালন করছে। মালিকানা হস্তানতরের কারণে এরই মধ্যে মটোরোলার ব্র্যান্ড লোগোতে পরিবর্তন আনা হয়েছে।
অবশ্য ফোন নির্মাতা হিসেবে লিনোভা-ও তাদের নিজস্ব হ্যান্ডসেট বিক্রিতে যথেষ্ট সাফল্য পেয়েছে। বর্তমানে পৃথিবীতে এই কোম্পানির পিসি-ই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। ২০০৫ সালে আইবিএম’এর পারসোনাল কম্পিউটার ব্যবসাটি কিনে নেয়ার পর থেকে এ পর্যন্ত তারা পিসি তৈরিতে প্রথম অবস্থানটি ধরে রেখেছে। এ ছাড়া এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের মোবাইল ফোনের একটি বড় বাজার তৈরি হয়েছে যদিও তাদের পন্যগুলি উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের বাজারে পৌঁছায় নি।
লিনোভো’র ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট আইমার ডি লেঙ্ককোয়েসায়িং বিবিসি কে বলেছেন, "আমরা এখন মটোরোলা-ব্র্যান্ডেড পন্যকে আবারও চীনে পরিচিত করার পরিকল্পনা গ্রহন করছি।" তিনি এ সময় মটোরোলার প্রধান অফিস আগের মতো শিকাগোতেই থাকবে বলে জানান এবং এ মুহুর্তে কর্মী ছাটাই না করার বিষয়টিও নিশ্চিত করেন। লিনোভো’র প্রেসিডেন্ট আরো বলেছেন যে, ইউরোপের মার্কেটে তারা মটোরোলা এবং উঠতি বাজারের দেশগুলোতে লিনোভা ফোন দিয়ে ব্যবসা করবেন। কিছু কিছু দেশে উভয় ব্র্যান্ডের পন্য নিয়ে বাজারে থাকবে তাদের প্রতিষ্ঠান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত প্রকাশ করুন ।