ইল্যান্সে Portfolio Item যোগ করুন



১। আপনার ইল্যান্স একাউন্টে লগইন করুন। পেজের উপরে ডান দিকের User Name এর ড্রপডাউন বাটনে ক্লিক করে Profile এ ক্লিক করুন।



২। এরপর Portfolio ডান পার্শ্বের Edit এ ক্লিক করুন। Edit Portfolio পেজ ওপেন হবে। এরপর পেজের ডান পার্শ্বে নিচের দিকে Add New Set বাটনে ক্লিক করুন। Add New Set ডায়ালগ বক্স ওপেন হবে। এই বক্সের Enter the name of this set টেক্স বক্সে আপনার প্রজেক্ট এর নাম উল্লেখ করে Save বাটনে ক্লিক করুন।



৩। এরপর All Items এর ডান পার্শ্বে "+ Upload New" বাটনে ক্লিক করে "Browse" বাটনে ক্লিক করুন। আপনার প্রজেক্ট এর ফাইলটি নির্বাচন করে "open" বাটনে ক্লিক করুন। ফাইলটি আপলোড হতে থাকবে।
Supported files types: .gif, .jpg, .bmp, .png, .tif, .swf, .fla, .doc, .docx, .ppt, .pptx, .pps, .ppsx, .sldx, .pdf, .xls, .xlsx, .xlt, .xltx, .txt, .rtf, .avi, .mpg, .mov, .mp4, .wmv, .au, .wav and .mp3



৪। ফাইলটি আপলোড শেষে "Upload File" বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন Portfolio পেজ এর All Files / Edit Portfolio File পেজ ওপেন হবে। এরপর আপনি Title বক্সে আপনার এই প্রজেক্ট এর টাইটল লিখুন। Caption/Description বক্সে আপনার এ প্রজেক্ট এর বর্ণনা প্রদান করুন। Tags বক্সে ট্যাগ উল্লেখ করুন (প্রতিটি ট্যাগ কমা দিয়ে আলাদা করতে হবে)। Sets বক্সে আপনি আপনার পূর্বে তৈরী করা সেটটি নির্বাচন করুন (একের অধিক নির্বাচন করতে পারবেন)। আরও যদি বেশি সেট ব্যবহার করতে চান সেক্ষেত্রে New Set নতুন সেট এর নাম প্রদান করুন। Web Address (URL) বক্সে আপনার প্রজেক্টটি যে ডোমেইন এ আছে সে ইউআরএল টি পেস্ট করুন। সর্বশেষে "Save Changes" বাটনে ক্লিক করুন।

SHARE

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত প্রকাশ করুন ।